হোয়াইটওয়াশ করতে চাই ৩১৮ রান
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/06/24/photo-1435150540.jpg)
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে। এবার বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশের লক্ষ্য। সে লক্ষ্যপূরণে স্বাগতিকদের চাই ৩১৮ রান। বুধবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ৩১৭ রান করেছে ভারত।
প্রথম দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে হৈচৈ ফেলে দেওয়া মুস্তাফিজুর রহমান আবার প্রথম সাফল্য এনে দিয়েছেন বাংলাদেশকে। রোহিত শর্মাকে (২৯) উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়েছেন এই বাঁ-হাতি পেসার। এ নিয়ে সিরিজে তিনবারই মুস্তাফিজের শিকার হলেন রোহিত।
এরপর শিখর ধাওয়ান ও বিরাট কোহলির জুটি দুর্ভাবনায় ফেলে দিয়েছিল বাংলাদেশকে। কোহলিকে (২৫) দারুণ এক বলে বোল্ড করে ৭৫ রানের জুটিটা ভেঙেছেন সাকিব আল হাসান।
বিপজ্জনক হয়ে উঠেছিলেন ধাওয়ান। ৭৫ রান করা ধাওয়ানকে শর্ট মিডউইকেটে নাসির হোসেনের দুর্দান্ত ক্যাচে পরিণত করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৭৩ বল খেলা ভারতের এই বাঁ-হাতি ওপেনার অবশ্য আরো আগেই ফিরতে পারতেন। ব্যক্তিগত ৪০ রানে নাসিরের বলে লিটনকে ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি।
দুশ্চিন্তায় ফেলে দেওয়া চতুর্থ উইকেট জুটির অবসানও মাশরাফির হাতে। আম্বাতি রাইডুকে (৪৪) উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়ে ৯৩ রানের জুটিটা ভেঙেছেন মাশরাফি। এরপর ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে (৬৯) মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত ক্যাচে পরিণত করেছেন মাশরাফি। ওয়ানডেতে এটা ধোনির ৫৯তম ও বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় অর্ধশতক।
শেষ দিকে সুরেশ রায়না (২১ বলে ৩৮) ও স্টুয়ার্ট বিনির (১১ বলে অপরাজিত ১৭) দুটো ‘ক্যামিও’ ইনিংস তিনশ’র ওপরে নিয়ে গেছে ভারতকে। তিন উইকেট নিলেও সেজন্য মাশরাফির খরচ ৭৬ রান। বাংলাদেশের সিরিজ জয়ের নায়ক মুস্তাফিজের ৫৭ রানের বিনিময়ে শিকার দুটি।
তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আছে। চোটের কারণে খেলতে পারছেন না পেসার তাসকিন আহমেদ। তাঁর জায়গায় একাদশে এসেছেন বাঁ-হাতি স্পিনার আরাফাত সানি।
ভারতীয় দলে দুটি পরিবর্তন। প্রথম দুই ম্যাচে অনুজ্জ্বল রবীন্দ্র জাদেজা ও ভুবনেশ্বর কুমারকে বাদ দিয়ে স্টুয়ার্ট বিনি ও উমেশ যাদবকে নিয়েছে অতিথিরা।