আত্মঘাতী গোলে ইংল্যান্ডের স্বপ্নভঙ্গ

নারী বিশ্বকাপ ফুটবলে এবারই প্রথম সেমিফাইনালে উঠেছিল ইংল্যান্ড। স্বপ্ন দেখছিল, ফাইনালে উঠে শিরোপা উৎসবে মেতে ওঠার। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে আত্মঘাতী গোল খেয়ে সেই স্বপ্ন ভেঙে গেছে ইংল্যান্ডের মেয়েদের। ২-১ গোলের জয় জাপানকে নিয়ে গেছে ফাইনালে।
তাই গতবারের মতো এবারো ফাইনালের একই লাইনআপ। চার বছর আগে যুক্তরাষ্ট্রকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বজয়ের আনন্দে মেতে উঠেছিল জাপানের মেয়েরা। আগামী রোববারের ফাইনালে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ মার্কিন মেয়েদের সামনে।
কানাডার এডমন্টনের কমনওয়েলথ স্টেডিয়ামে ৩৩ মিনিটে আয়া মিয়ামার পেনাল্টি গোলে এগিয়ে যায় জাপান। সাত মিনিট পর ইংল্যান্ডকে সমতায় ফেরানো গোলটির উৎসও পেনাল্টি, ফ্যারা উইলিয়ামসের সৌজন্যে।
ইংল্যান্ডের দুর্ভাগ্য, দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি। দুটো শট ফিরে এসেছে ক্রসবারে লেগে, সুযোগ অপচয় হয়েছে আরো কয়েকটি। ইংল্যান্ডের মেয়েদের একের পর এক ব্যর্থতায় খেলা যখন অতিরিক্ত সময়ের দিকে গড়াচ্ছে, ঠিক তখনই নাটকীয়তা। একটা নিচু ক্রস বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালেই জড়িয়ে দিয়েছেন ডিফেন্ডার লরা বেসেট। এই গোলেই ইংল্যান্ডের শিরোপা জয়ের আশা শেষ হয়ে গেছে আর জাপান মেতে উঠেছে ফাইনালে ওঠার আনন্দে।