প্যারাগুয়েকে হারিয়ে পেরু তৃতীয়

সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছিল প্যারাগুয়ে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও ব্যর্থ গতবারের রানার্সআপরা। প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকায় টানা দ্বিতীয়বারের মতো তৃতীয় হয়েছে পেরু।
গোলশূন্য প্রথমার্ধের পর ৪৮ মিনিটে পেরুকে এগিয়ে দেন মিডফিল্ডার আন্দ্রে কারিয়ো। ৮৯ মিনিটে পেরুভিয়ানদের জয় নিশ্চিত করা গোলটি পাওলো গেরেরোর। এটা প্রতিযোগিতায় গেরেরোর চতুর্থ গোল। পেরুর সর্বশেষ ১০ গোলের সাতটিই এই স্ট্রাইকারের।
এবারের কোপা আমেরিকায় সর্বোচ্চ গোলদাতার তালিকায় গেরেরো এখন যৌথভাবে শীর্ষে। চিলির এদুয়ার্দো ভার্গাসও করেছেন চারটি গোল। গেরেরোর মাঠে নামার সুযোগ শেষ। কিন্তু ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে গোল করে এককভাবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতার সুযোগ আছে ভার্গাসের সামনে।
শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় ফাইনালে মুখোমুখি হবে ফেভারিট আর্জেন্টিনা ও স্বাগতিক চিলি।