মায়ামি ছাড়ছেন মেসি, কী বলছেন কোচ?

সবাইকে অবাক করে ২০২৩ সালে লিওনেল মেসি পাড়ি জমান মার্কিন মুলুকে। প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে নাম লেখান আর্জেন্টাইন সুপার লিওনেল মেসি। ক্লাবটিতে নাম লেখানোর পরে থেকে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন মেসি। মেসি যাওয়ার পর নিজেদের ইতিহাসে প্রথম শিরোপার স্বাদ পেয়েছে মায়ামি। তবে, চলতি বছরের ডিসেম্বরে মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে মেসির। চুক্তি নবায়ন নিয়ে এখনও কোনো পক্ষ থেকে কিছু জানা যায়নি।
চুক্তির মেয়াদ শেষের সময় যত ঘনিয়ে আসছে ততই ডালপালা মেলছে নতুন নতুন গুঞ্জন। গুঞ্জন আছে, চুক্তি নবায়ন করে ২০২৮ সাল পর্যন্ত মায়ামিতেই থেকে যাবেন মেসি। ভিন্ন খবরও এসেছে বেশকিছু গণমাধ্যমে, নতুন ঠিকানায় নাম লেখাতে পারেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।
রোববার সকালে মেক্সিকান ক্লাব নেকাক্সারের বিপেক্ষ লিগস কাপের ম্যাচে মাঠে নামবে মায়ামি। তার আগে আজ শনিবার (২ আগস্ট) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো। সেখানে তাকে প্রশ্ন করা হয় মেসির চুক্তি নবায়নের বিষয়ে। স্পষ্ট করে কিছু না বলতে পারলেও মাসচেরানো মনে করেন, মায়ামিতেই থাকবেন মেসি।
মাসচেরানো বলেন, ‘আমাদের সবারই স্বপ্ন যে সে (মেসি) থেকে যাবে। আমরা আশা করি সে চুক্তি নবায়ন করবে। লিওর বিষয়টা এমন এক জায়গায়, যেখানে আমরা সবাই চাই সে আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়ন করুক। তবে এটা একান্তই তার এবং ক্লাবের সিদ্ধান্ত। যা তারা নিজেদের মধ্যে হয়তো অনেক আগে থেকেই আলোচনা করছে।’
সঠিক সময় এলে মেসি নিজেই চুক্তির বিষয় সামনে আনবেন বলে মনে করেন মেসির এক সময়ের সতীর্থ ও বর্তমান মায়ামির কোচ। মাসচেরানো বলেন, ‘যখন তারা মনে করবে উপযুক্ত সময় এসেছে, তখনই তারা সেটা ঘোষণা করবে। আমরা বাকিরা শুধু বলতে পারি। আমিও গতকাল ওই একই গুজব শুনেছি এবং আমাদেরও স্বাভাবিকভাবেই আশা যে, সে থেকে যাবে এবং দীর্ঘদিন ক্লাবে থাকবে।’