ক্রিকেটের বদলা হকিতে নিয়েছে ভারত

এই কদিন আগে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে একরকম অসহায় আত্মসমর্পণ করেছে ভারত। ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে সেই হারের বদলা এবার হকিতে নিয়েছে ভারত। বিশ্ব হকি লিগের স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে একরকম উড়িয়ে দিয়েছে তারা। এই ম্যাচে ভারত ৬-১ গোলে বিধ্বস্ত করেছে পাকিস্তানকে।
আজ শনিবার ইংল্যান্ডে অনুষ্ঠিত এই ম্যাচে ভারতের জয়ে জোড়া গোল করেন রমনদীপ ও আকাশদীপ। একটি করে গোল করেন হরমনপ্রীত সিং ও মনদীপ সিং। পাকিস্তানের পক্ষে একমাত্র গোলটি করেন এজাজ আহমেদ। আগামীকাল কানাডার বিপক্ষে পঞ্চম ও ষষ্ঠ স্থান অর্জনের ম্যাচ খেলবে ভারত।
ম্যাচের শুরু থেকেই ছিল ভারতের আধিপত্য। আট মিনিটেই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন রমনদীপ। ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আকাশদীপ। তিনি ২৭ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন। পরের মিনিটেই ব্যবধান বাড়ান রমনদীপ। ৩৬ মিনিটে পঞ্চম গোল করেন হরমনপ্রীত। এরপর ৪১ মিনিটে পাকিস্তানের হয়ে একমাত্র গোল করেন এজাজ। ৫৯ মিনিটে পাকিস্তানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মনদীপ।
এর আগে গ্রুপ পর্বেও এই পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছিল ভারত, সে ম্যাচে তারা জিতেছিল ৭-১ গোলে।