সাত গোলে হারের স্মরণ-দিবস!

১৯৫০ সালে ঘরের মাঠের প্রথম বিশ্বকাপে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার পর পুরো ব্রাজিল ডুবে গিয়েছিল চরম হতাশায়। ক্রীড়া ইতিহাসের অন্যতম ‘ট্র্যাজেডি’ হিসেবে বিবেচনা করা হয় ব্রাজিলের সেই স্বপ্নভঙ্গকে। গত বছর স্বদেশে আয়োজিত দ্বিতীয় বিশ্বকাপে সেই আক্ষেপ ঘোচানোর আশায় বুক বেঁধেছিল ব্রাজিলীয়রা। কিন্তু আবারও হতাশ হতে হয়েছে বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়নদের, সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হয়ে।
২০১৪ সালের ৮ জুলাইয়ের সেই হার সহজে ভুলতে পারবে না ব্রাজিলের ফুটবলভক্তরা। ব্রাজিলের এক রাজনীতিবিদের মতে, দিনটা না ভোলাই উচিত। বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বড় ব্যবধানে হারের দিনটা প্রতি বছর ‘গোল টু জার্মানি’ দিবস হিসেবে স্মরণ করা উচিত বলে মন্তব্য করেছেন জোতা সিলভা। বার্তাসংস্থা রয়টার্সকে এই কাউন্সিল সদস্য বলেছেন, ‘এটা কোনো ছুটির দিন হবে না। দিনটায় শুধু স্মরণ করা হবে। সেই হারের দুই/তিন মাস পরও মানুষ হাসি-ঠাট্টা করেছে। ফুটবলে ব্রাজিলের অধঃপতনও যেন তখন থেকেই। আমাদের তাই নিজেদের জিজ্ঞাসা করতে হবে, আমরা এখন থেকে কোথায় যাব। এই দিনটা আমাদের এ ধরনের প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবে।’
দিনটি পালন করার জন্য একটা আইন পাশেরও চেষ্টা করছেন সিলভা। এ ব্যাপারে কয়েকজন রাজনীতিবিদের কাছ থেকে সাড়াও পেয়েছেন তিনি। কিন্তু অনেকেই এমন অভিনব পরিকল্পনা ভালোভাবে নিচ্ছেন না। মার্কোস নাসিমেন্তো নামের এক ব্যক্তি জোতা সিলভার ফেসবুক পেজে লিখেছেন, ‘আপনাকে নির্বাচিত করা হয়েছে জনগণের কাজ করার জন্য। আমার মনে হয় এটা ছাড়াও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে।’