পাকিস্তান সফর নিয়ে নারী ক্রিকেটারদের ভীতি
চূড়ান্ত না হলেও দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আগামী অক্টোবরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা। প্রস্তাবিত এই সিরিজ খেলার বিষয়ে আলোচনা করতে এবং সেখানকার নিরাপত্তাব্যবস্থা দেখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি প্রতিনিধিদল অচিরেই পাকিস্তান যাবে। তবে পাকিস্তানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নারী ক্রিকেটারদের মনে কিছুটা ভয় কাজ করছে।
বিশেষ করে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের গাড়িতে হামলার পর বাংলাদেশের নারী ক্রিকেটার মধ্যে ভীতিটা আরো বেড়ে যায়। গত বুধবার করাচিতে বন্দুকধারীরা হামলা করেন সাবেক এই তারকা ক্রিকেটারের ওপর।
বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন জানিয়েছেন, ‘পাকিস্তান সফর নিয়ে আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না। বিসিবি চাইলে তো আমাদের যেতেই হবে। তবে সেখানকার নিরাপত্তা পরিস্থিতির যে অবনতি ঘটেছে, তা একজন সাধারণ মানুষের মনেও ভীতি জাগাবে। স্বাভাবিক কারণে আমাদের মধ্যেও কিছুটা ভয় কাজ করছে।’
বাংলাদেশ অধিনায়কের আশা বিসিবি ভেবেচিন্তেই এই সফরের বিষয়ে সিদ্ধান্ত নেবে, ‘ওয়াসিম আকরামের মতো ক্রিকেটারের ওপর হামলা হয়েছে কিছুদিন আগে। তাতে বোঝাই যাচ্ছে সেখানকার নিরাপত্তার অবস্থা কেমন। আমরা আশা করছি বিসিবিও ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে।’
দলটির শ্রীলঙ্কান কোচ চম্পিকা গামাগে বলেন, ‘পাকিস্তান সফরে যেতে আমার কোনো আপত্তি নেই। তবে বিসিবি নিশ্চয়ই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে। কারণ কিছুদিন আগেও ওয়াসিম আকরামের ওপর হামলা হয়েছে।’