শুরুতেই হোঁচট চেলসির, জয় পেয়েছে ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুটা ভালোভাবে হলো না গতবারের শিরোপাজয়ী চেলসির। এবারের মৌসুমের প্রথম ম্যাচেই সোয়ানসি সিটির কাছে ২-২ গোলে ড্র করে হোঁচট খেয়েছে হোসে মরিনহোর শিষ্যরা। আর টটেনহামের বিপক্ষে ১-০ গোলের ঘাম-ঝরানো জয় দিয়ে শুভসূচনা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করতে পারলেও ৫২ মিনিটের মাথায় গোলরক্ষক কর্তোয়া লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় চেলসি। পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরায় সোয়ানসি। পরে আর জয়সূচক গোল করতে পারেনি কোনো দলই।
প্রথমার্ধে ২৩ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেছিলেন চেলসির ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার। ২৯ মিনিটের মাথায় খেলায় সমতা ফেরান টটেনহামের মিডফিল্ডার আন্দ্রে আয়িউ। কিন্তু পরের মিনিটেই আত্মঘাতী গোল করে চেলসিকে এগিয়ে দেন টটেনহামের ডিফেন্ডার ফ্রেদরিকো ফার্নান্দেজ।
ইংলিশ প্রিমিয়ার লিগের অপর ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডও ১-০ গোলের জয় পেয়েছে আত্মঘাতী গোলের সুবাদে। ২২ মিনিটের মাথায় নিজেদের জালেই বল জড়িয়ে দিয়েছিলেন টটেনহামের ডিফেন্ডার কাইল ওয়াকার।
ঘাম ঝরিয়ে হলেও মৌসুমের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরুটা ভালোভাবেই করতে পেরেছে ইংল্যান্ডের অন্যতম সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড। কোচ লুইস ফন গালও নিজের জন্মদিনটা উদযাপন করতে পেরেছেন দারুণভাবে।
আজ রোববার মাঠে নামবে শিরোপাপ্রত্যাশী অপর দুই দল আর্সেনাল ও লিভারপুল। ম্যানচেস্টার সিটি এবারের মৌসুমের প্রথম ম্যাচ খেলবে সোমবার।