বড় জয়ে শেষ চারে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের তরুণ ফুটবলাররা। এই ম্যাচ জিতে সেমিফাইনালও নিশ্চিত হয়ে গেছে স্বাগতিকদের।
তিন দল নিয়ে গড়া ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে ভারত। দুই ম্যাচেই হেরে যাওয়ায় শ্রীলঙ্কানরা বিদায় নিল গ্রুপ পর্ব থেকে। আগামী বৃহস্পতিবার ‘এ’ গ্রুপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। গোল গড়ে পিছিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশকে জিততেই হবে।
সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় অবদান সারোয়ার জামান নিপুর। চার গোলের দুটোই করেছেন তিনি। অন্য গোল দুটি করেন মিনজুল আবেদীন রাকিব ও মোহাম্মদ আতিকুজ্জামান।
ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। ডি-বক্সে ঢুকে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে চমৎকার শটে লক্ষ্যভেদ করেন নিপু।
প্রথমার্ধে আর গোল হয়নি। বাংলাদেশের ব্যবধান দ্বিগুণ করা গোলটি এসেছে ৬১ মিনিটে। বক্সের বাঁ প্রান্ত থেকে নেওয়া রাকিবের দুর্বল শট গড়িয়ে-গড়িয়ে চলে যায় জালে।
৭৭ মিনিটে তৃতীয় গোলটি করেন আতিকুজ্জামান, দারুণ এক হেডে। আর নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট বাকি থাকতে ম্যাচের শেষ এবং ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন নিপু।