ভারতকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। ভারতকে হারানোয় ‘এ’ গ্রুপের শ্রেষ্ঠত্বও নিশ্চিত হয়ে গেছে স্বাগতিকদের। বৃহস্পতিবার সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ জিতেছে ২-১ গোলে।
ম্যাচের ৩১ মিনিটে মোহাম্মদ শাওনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। মিডফিল্ডার মোস্তাফিজুর রহমানের ক্রস প্রতিপক্ষের ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পেয়ে যান শাওন। বাঁ প্রান্ত থেকে অসাধারণ শটে লক্ষ্যভেদ করেন তিনি।
প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারত সমতা নিয়ে আসে রহিম আলীর গোলে। এক ডিফেন্ডারকে কাটিয়ে রহিম বক্সে ঢুকে পড়লে বাংলাদেশের গোলরক্ষক ফয়সাল আহমেদ এগিয়ে এসে দলকে বিপদমুক্ত করার চেষ্টা করেন। কিন্তু রহিমের আড়াআড়ি শটে বল চলে যায় জালে।
৮৩ মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশের জয়সূচক গোলটি করেন মোহাম্মদ আতিকুজ্জামান। বক্সের মধ্যে ফরোয়ার্ড সারোয়ার জামান নিপুকে ভারতীয় এক ডিফেন্ডার ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন।
এর আগে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আর ভারত শ্রীলঙ্কাকে হারিয়েছিল ৫-০ গোলে। দুই দলের প্রথম ম্যাচ শেষে গোল গড়ে পিছিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভারতকে হারাতেই হতো বাংলাদেশকে। বিরতির পর একের পর এক আক্রমণ করে জয় ছিনিয়ে নিয়ে তরুণ ফুটবলাররা গ্রুপ সেরা হয়েই পা রাখলেন শেষ চারের লড়াইয়ে।
১৬ আগস্ট সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল অথবা আফগানিস্তান।