মরিনিয়োকে নিয়ে নতুন বিতর্ক

নিত্যনতুন নানা কাজকর্ম আর মন্তব্য করে ইউরোপীয় ফুটবলাঙ্গনকে মাতিয়ে রাখেন জোসে মরিনিয়ো। নতুন নতুন বিতর্কের জন্ম দিতেও তাঁর জুড়ি মেলা ভার। এবার নতুন এক বিতর্কে জড়িয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে চেলসির এই কোচকে।
ঘটনাটি গত শনিবারের। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে সোয়ান্সি সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন চেলসিকে। খেলার শেষ দিকে আঘাত পেয়েছিলেন ইডেন হ্যাজার্ড। এই বেলজিয়ান মিডফিল্ডারের শুশ্রূষা করতে মাঠে দৌড়ে যান চেলসির চিকিৎসক ইভা কারনেইরো ও ফিজিও জন ফিয়ারন। সময় নষ্ট হওয়ার কারণ দেখিয়ে এ নিয়ে আপত্তি তুলেছিলেন মরিনিয়ো। তাঁর মতে, কারনেইরো ও ফিয়ারন কাজটা ঠিক করেননি। নারী চিকিৎসক কারনেইরোকে নিয়ে আপত্তিকর মন্তব্যও করেছিলেন মরিনিয়ো।
যুক্তরাজ্যের কয়েকটি পত্রিকা জানিয়েছে, কারনেইরোকে কোনো নিচের পদে নামিয়ে দেওয়া হতে পারে। ২০০৯ সালে চেলসির চিকিৎসক পদে যোগ দিয়েছিলেন তিনি। ২০১১ সালে তাঁকে দেওয়া হয় প্রধান চিকিৎসকের দায়িত্ব।
কারনেইরো সম্পর্কে মরিনিয়ো যে মন্তব্য করেছেন, তা মেনে নিতে পারছেন না অনেক চিকিৎসকই। ইংলিশ প্রিমিয়ার লিগের চিকিৎসকদের সংগঠন এক বিবৃতিতে চেলসি কোচের তীব্র নিন্দা জানিয়েছে, ‘নজিরবিহীনভাবে ডাক্তার কারনেইরোর গণমাধ্যমে পর্যবেক্ষণের শিকার হওয়ার বিষয়টি খুবই উদ্বেগজনক। কারণ, তিনি পেশাগতভাবে তাঁর দায়িত্ব ভালোভাবে পালন করেছেন।’ কারনেইরো যে চেলসির বিরুদ্ধে মামলা করতে পারেন, এমন কথাও জানিয়েছে সংগঠনটি।
সোয়ান্সি সিটির বিপক্ষে সেই ম্যাচে হ্যাজার্ড আঘাত পাওয়ার পর চিকিৎসকদের মাঠে আসার নির্দেশ দিয়েছিলেন রেফারি। কারনেইরো ও ফিয়ারন সঙ্গে সঙ্গে ছুটে যান মাঠে। কিন্তু মরিনিয়ো পরে বলেছিলেন, সে সময় তাঁদের মাঠে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। ‘তাঁরা খেলাটা বোঝেন না,’ এমন মন্তব্যও করেছিলেন চেলসির পর্তুগিজ কোচ।