আফগান বাধা পেরোলেই ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে রোববার মাঠে নামছে বাংলাদেশ। সেমিফাইনালের এই লড়াইয়ে স্বাগতিকদের প্রতিপক্ষ আফগানিস্তান। সিলেট জেলা স্টেডিয়ামে বিকেল ৩টায় মুখোমুখি হবে দুই দল।
অবশ্য এর আগে গত দুই আসরে শেষ চার থেকেই বিদায় নিয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে তাদের সামনে দারুণ সুযোগ ফাইনালে ওঠার।
বাংলাদেশ দলের কোচ সৈয়দ গোলাম জিলানী তাঁর দলের জয়ে শতভাগ আশাবাদী। শনিবার তিনি জানান, ‘খেলা হচ্ছে নিজেদের মাটিতে, তাই ছেলেরা আত্মবিশ্বাসী ভালো কিছু করতে। আমার বিশ্বাস তারা হতাশ করবে না।’
গ্রুপের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে খেলোয়াড়রা বেশ উজ্জীবিত হয়ে উঠেছে বলেও মানে করেন তিনি, ‘আগের ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ খেলেছে ছেলেরা। তাই খেলোয়াড়দের মনোবল বেশ চাঙ্গা। সবকিছু ঠিকভাবে হলে ফল আমাদের পক্ষে আসতেও পারে।’
বাংলাদেশ অধিনায়ক শাওন হোসেন প্রতিপক্ষকে নিয়ে মোটেও ভাবছেন না, ‘প্রতিপক্ষ আফগানিস্তানকে নিয়ে মোটেও ভাবছি না আমরা। আমাদের মূল ভাবনা নিজেদের সেরাটা মাঠে উজাড় করে দেওয়া। তাহলেই জয় নিয়ে মাঠ ছাড়তে পারব বলে আশাবাদী।’
বাংলাদেশ ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে আসে। আর আফগানিস্তান ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে ওঠে।