অচলাবস্থা কাটাতে এবার হকি-প্রধানের উদ্যোগ

বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু এসরার হকি ফেডারেশনের নতুন সভাপতির দায়িত্ব নিয়েছেন কিছুদিন আগে। দায়িত্ব নিয়েই তিনি জানতে পেরেছেন হকির অচলাবস্থার কথা। ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে চারটি ক্লাব হকির সব ধরনের কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত রয়েছে। সংকট সমাধানে ‘বিদ্রোহী’ ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন নতুন হকি-প্রধান।
রোববার বিমানবাহিনী প্রধানের কার্যালয়ে এই বৈঠকে অবশ্য সমাধানের পথ বের হয়ে আসেনি। বৈঠকে অংশ নেওয়া মোহামেডানের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া জানিয়েছেন, ‘ফেডারেশনের সভাপতির কাছে আমাদের দাবিগুলো তুলে ধরেছি। তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন। আমরা মনে করি এটাই একটা ইতিবাচক দিক।’
অচলাবস্থা কাটাতে ফেডারেশনের সভাপতিকে নতুন উদ্যোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে বলেও জানিয়েছেন লোকমান হোসেন ভূঁইয়া, ‘একটা গ্রহণযোগ্য সমাধানের জন্য নতুন করে উদ্যোগ নিতে ফেডারেশনের সভাপতিকে অনুরোধ করেছি আমরা। তিনি আমাদের সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা তাঁকে বলেছি, গ্রহণযোগ্য সমাধান হলে আমরা মাঠে ফিরতে প্রস্তুত।’
গত মে মাসে ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় সংকট সমাধানে ‘বিদ্রোহী’ চারটি ক্লাব ও ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে করেছিলেন। পরে সবার সঙ্গে কথা বলে একটা সমাধানের পথ বের করতে ফেডারেশনের সহসভাপতি রশিদ শিকদারকে দায়িত্ব দেন তিনি। কিন্তু সেসব উদ্যোগ কোনো কাজেই আসেনি। হকি-প্রধানের উদ্যোগে সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায় কি না- সেটাই এখন দেখার।