ম্যারাডোনার সঙ্গে পেদ্রোর তুলনা!

তাঁকে এক নামে সবাই চেনে, তিনি স্বনামধন্য। ফুটবল মাঠে ডিয়েগো ম্যারাডোনার কীর্তির কথা বলে শেষ করা যাবে না। সেই তুলনায় পেদ্রো রদ্রিগেজকে কজন চেনেন। অথচ এই পেদ্রোর সঙ্গেই কি না তুলনা করা হচ্ছে ম্যারাডোনার! করছেন যিনি, তিনি নানা বিতর্কিত কথা বলে সব সময়ই আলোচিত-সমালোচিত। চেলসির কোচ জোসে মরিনিয়ো।
কয়েকদিন আগে বার্সেলোনা থেকে চেলসিতে যোগ দেওয়া পেদ্রোর নতুন ক্লাবে অভিষেকটা ভালোই হয়েছে। গত রোববার চেলসির জার্সি গায়ে প্রথম ম্যাচে একটি গোল করেছেন, আর সহায়তা করেছেন একটি গোলে। ইংলিশ প্রিমিয়ার লিগের সেই ম্যাচে পেদ্রোর নৈপুণ্যে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে ৩-২ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন চেলসি।
সেদিন পেদ্রোর পারফরম্যান্সে এতই মুগ্ধ হয়েছেন যে ম্যারাডোনার সঙ্গে তাঁর তুলনা করতেও বাধছে না মরিনিয়োর। চেলসি টিভির সঙ্গে কথা বলার সময় নিজেই নিজেকে ‘স্পেশাল ওয়ান’ খেতাব দেওয়া এই পর্তুগিজ কোচের পেদ্রো-প্রশস্তি, ‘সে (পেদ্রো) অনেকটা ম্যারাডোনার কাছাকাছি মানের খেলোয়াড়। সে খুবই ভালো খেলোয়াড়। ইংল্যান্ডে বাইরে থেকে অনেক তারকা খেলোয়াড় খেলতে আসে। কিন্তু তাদের কেউই ইংল্যান্ডের মাটিতে পা রেখেই এত ভালো পারফর্ম করতে পারেনি।’
বার্সেলোনার হয়ে ১৯টি শিরোপাজয়ী পেদ্রো নিজেও চেলসির হয়ে অভিষেক ম্যাচেই জ্বলে উঠে উচ্ছ্বসিত। টুইটারে ‘ব্লুজ’-এর পক্ষে প্রথম গোল উদযাপনের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘স্বপ্নের মতো অভিষেক। গোল ও জয় পেয়েছি। সবাইকে ধন্যবাদ।’