জীবনের সেরা ম্যাচ খেলতে চাই : মামুনুল

ফুটবল মাঠে কখনোই অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়নি বাংলাদেশ। ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্ব সে সুযোগ এনে দিয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর পার্থে অনুষ্ঠেয় এই ম্যাচে জীবনের সেরা পারফরম্যান্স উপহার দিতে চান বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম।
মঙ্গলবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে মামুনুল ইসলাম বলেন, ‘ফিফা র্যাংকিংয়ে ৬১ নম্বর দলের বিপক্ষে ম্যাচটি খেলা হবে বাংলাদেশের ফুটবলের একটি ইতিহাস। কারণ এমন দলের বিপক্ষে এর আগে কখনোই খেলেনি আমরা। তাই এই ম্যাচে জীবনের সেরা পারফরম্যান্স উপহার দিতে চাই আমরা।’
এমন দলের বিপক্ষে বাংলাদেশের হারানোর কিছু নেই বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘আসলে অস্ট্রেলিয়া আমাদের চেয়ে এতটাই শক্তিশালী দল, তাদের বিপক্ষে আমাদের হারানোর তেমন কিছু নেই। যা আছে তা শুধু অর্জনের। তাই আমাদের শতভাগ উজাড় করে দিতে হবে।’
নিজেদের দল সম্পর্কে জাতীয় দলের এই মিডফিল্ডার বলেন, ‘গত কয়েকদিনের অনুশীলনে দল এখন পুরোপুরি চাঙ্গা। খেলোয়াড়দের মধ্যেও খুব একটা ক্লান্তি নেই। মালয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পর আমরা পরিপূর্ণভাবে তৈরি হব বলে আশা করছি।’
অজিদের বিপক্ষে নিজেদের কৌশল সম্পর্কে মামুনুল বলেন, ‘কোচ আমাদের বলেছেন, প্রতিপক্ষ খেলোয়াড়দের যথাসম্ভব ফাঁকা জায়গা না দিতে। তা ছাড়া দুই ফরোয়ার্ড জাহিদ হোসেন এবং জুয়েল রানার গতি পাল্টা আক্রমণে যথেষ্টই কাজে আসবে আমার বিশ্বাস।’
বিশ্বকাপের বাছাই পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি হবে বাংলাদেশের তৃতীয় ম্যাচ। ঘরের মাঠে এর আগে প্রথম দুই ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ গোলে হারলেও, দ্বিতীয় ম্যাচে তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছেন মামুনুলরা।