বার্সেলোনায় ফিরেছেন নেইমার

ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুমের শুরুতে দলের আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা নেইমারকে পায়নি বার্সেলোনা। কোপা আমেরিকা শেষ হওয়ার পর লাতিন আমেরিকান তারকারা সবাই ন্যু ক্যাম্পে ফিরলেও, তাঁদের সঙ্গে যোগ দিতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। তবে কিছুটা দেরি হলেও অবশেষে অনুশীলনে ফিরেছেন নেইমার। শনিবার মালাগার বিপক্ষে ম্যাচেই হয়তো তাঁকে দেখা যেতে পারে মাঠে।
কোপা আমেরিকা শেষ হওয়ার পর ছুটি কাটিয়ে সবাই সময় মতোই ফিরেছিলেন বার্সেলোনায়। কিন্তু মামস আক্রান্ত হওয়ায় নেইমার নিয়েছিলেন বাড়তি ছুটি। তাঁকে ছাড়াই মৌসুমের প্রথম কয়েকটি ম্যাচ খেলতে হয়েছে কাতালানদের। গত মৌসুমে ট্রেবল জয়ের পর এবছরের চতুর্থ শিরোপা, ইউরোপিয়ান সুপার কাপও জিতেছিল বার্সা। কিন্তু পঞ্চম শিরোপা; স্প্যানিশ সুপার কাপে হেরে গেছে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে। নেইমার ফেরায় বার্সেলোনা সমর্থকরা হয়তো কিছুটা স্বস্তি পাবেন। প্রায় দুই সপ্তাহ অনুশীলন না করলেও নেইমার খুব ভালো অবস্থাতে আছেন বলে জানিয়েছেন কোচ লুইস এনরিকে। তিনি বলেছেন, ‘তাকে খুব ভালো অবস্থাতে পেয়েছি। প্রায় দুই সপ্তাহ অনুশীলন না করলেও সে খুব দ্রুত সুস্থ হয়ে উঠছে। সে খুবই ছোটখাটো-পাতলা গোছের খেলোয়াড়। আর সে পুরোপুরি সুস্থও হয়ে উঠতে পারে খুব দ্রুত।’
শনিবার ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচে মালাগার মুখোমুখি হবে বার্সেলোনা। সদ্যই অনুশীলনে ফেরা নেইমারকে দলে রাখা হবে কি না, তা নিয়ে হয়তো কিছুটা অনিশ্চয়তাও কাজ করছে বার্সা সমর্থকদের মধ্যে। তবে তাঁকে মাঠে নামানোর পরিকল্পনা বাদ দিচ্ছেন না এনরিকে। তিনি বলেছেন, ‘গতকাল থেকে সে আমাদের সঙ্গে অনুশীলন করছে। আর সে আছেও খুব ভালো অবস্থায়। আগামীকাল (শনিবার) সে কেমন অনুভব করছে, সেটা পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত নেব।’
গত মৌসুমে এই মালাগার বিপক্ষে দুটি ম্যাচেই জয়বঞ্চিত ছিল বার্সেলোনা। প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করার পর লা লিগার ফিরতি ম্যাচে হেরেই গিয়েছিল ১-০ গোলে। কাজেই এবার নিশ্চয়ই সতর্ক হয়েই মাঠে নামবে গতবারের শিরোপাজয়ীরা।