তুরস্কের কাছে হেরে দিশেহারা নেদারল্যান্ডস

ঘরের মাটিতে আইসল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরে টলমল হয়ে গিয়েছিল নেদারল্যান্ডসের ইউরো বাছাইপর্ব পেরোনোর স্বপ্ন। পরের ম্যাচে ঘুরে দাঁড়ানো দূরের কথা, আবারো হারের স্বাদ পেয়ে দিশেহারা হয়ে গেছে ১৯৮৮ সালের শিরোপাজয়ীরা। রোববার ডাচরা ৩-০ গোলে হেরে গেছে তুরস্কের বিপক্ষে।
‘এ’ গ্রুপের অপর ম্যাচে লাটভিয়াকে ২-১ গোলে হারিয়ে ২০১৬ সালের ইউরো কাপে অংশগ্রহণ নিশ্চিত করে ফেলেছে চেক প্রজাতন্ত্র। বাছাইপর্বের বাধা পেরিয়ে গেছে আইসল্যান্ডও। কাজাখস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র করেই প্রথমবারের মতো ইউরোপসেরার লড়াইয়ে অংশগ্রহণের সুযোগ পেয়ে গেছে আইসল্যান্ড।
কাগজে-কলমে অবশ্য এখনো শেষ হয়ে যায়নি নেদারল্যান্ডসের বাছাইপর্ব পেরোনোর আশা। কিন্তু সে জন্য নিজেদের পরবর্তী দুটি ম্যাচ তো জিততেই হবে, সে সঙ্গে অনেক জটিল হিসাব-নিকাশের খাতাও খুলে বসতে হবে ডাচদের। আট ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে সরাসরি ইউরো কাপে অংশগ্রহণ নিশ্চিত করে ফেলেছে আইসল্যান্ড ও চেক প্রজাতন্ত্র। ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তুরস্ক। আর চতুর্থ স্থানে থাকা নেদারল্যান্ডসের ঘরে জমা হয়েছে ১০ পয়েন্ট।
আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠেয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ২৪টি দল অংশ নেওয়ার সুযোগ পাবে। ফুটবলাঙ্গনে ইউরো নামে পরিচিত এই প্রতিযোগিতায় স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে ফরাসিরা। বাছাইপর্বের নয়টি গ্রুপের চ্যাম্পিয়ন, রানার্সআপ ও সেরা তৃতীয় দল পাবে ফ্রান্সের টিকেট। বাকি চারটি জায়গার জন্য গ্রুপ পর্বে তৃতীয় হওয়া আটটি দল প্লে-অফে মুখোমুখি হবে।
ফলে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানটি দখল করতে পারলেও একটা আশা থাকবে নেদারল্যান্ডসের। কিন্তু সেই সম্ভাবনাও এখন সংশয়ের মুখে। আগামী অক্টোবরে নেদারল্যান্ডস গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে কাজাখস্তান ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। এ দুটি ম্যাচ জিততে পারলে হয়তো কিছুটা আশা থাকতে পারে ডাচদের। কিন্তু তখনো তাদের তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য দলগুলোর পারফরম্যান্সের দিকে।
তুরস্কের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। ৮ ও ২৬ মিনিটে গোল দুটি করেছিলেন তুরস্কের দুই মিডফিল্ডার ওগুজান ওজাকুপ ও আডরা তুরান। ৮৫ মিনিটে ম্যাচের তৃতীয় গোলটি করেছেন বুরাক ইলমাজ।