বিপিএল মাতাবেন হৃতিক রোশন

আগামী ২২ নভেম্বর প্রথম ম্যাচ হলেও তার দুইদিন আগে হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চার ঘণ্টার জমকালো অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের তারকা শিল্পীরা অংশ নেবেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বলিউড তারকা হৃতিক রোশন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে হৃতিকের পাশাপাশি পারফর্ম করবেন বলিউডের জনপ্রিয় নায়িকা জ্যাকুলিন ফার্নান্দেজও। আর সঙ্গীত পরিবেশন করবেন ভারতীয় শিল্পী কেকে।
বাংলাদেশের তারকা সঙ্গীতশিল্পীরাও গাইবেন এই অনুষ্ঠানে। সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, মমতাজের পাশাপাশি ব্যান্ড দল এলআরবি আর চিরকুটও সঙ্গীত পরিবেশন করবে তৃতীয় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে।
সবাইকে নিয়ে একটা জমকালো অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে আশাবাদী জালাল ইউনুস। তিনি বলেন, ‘বিপিএলের প্রথম দুই আসরের ধারাবাহিকতা ধরে রেখে আমরা এবারও জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে চাই। তাই হৃতিক ও জ্যাকুলিনকে আনার পরিকল্পনা। তবে আমরা শুধু বিদেশি শিল্পীই আনছি না, এ দেশের জনপ্রিয় শিল্পীদেরও রাখা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে।’