টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন শোয়েব মালিক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/11/04/photo-1446620042.jpg)
২০১০ সালের পর দীর্ঘদিন পাকিস্তানের টেস্ট দলের বাইরে ছিলেন শোয়েব মালিক। আবার যে টেস্ট ক্রিকেটে ফিরতে পারবেন, এমন আশা হয়তো ছেড়েই দিয়েছিলেন। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আবার দলে ডাক পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এই পাকিস্তানি অলরাউন্ডার। ব্যাট হাতে খেলেছেন ক্যারিয়ারসেরা ২৪৫ রানের ইনিংস। করেছেন ক্যারিয়ারসেরা বোলিংও। ঘটনাবহুল এই টেস্ট সিরিজে সবাইকে আরেকবার অবাক করে দিয়ে অবসরের ঘোষণা দিয়েছেন শোয়েব। ফলে শারজায় সিরিজের শেষ টেস্টটাই হবে তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচ।
আবুধাবিতে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ২৪৫ রানের ইনিংস খেলার পর অবশ্য ব্যাট হাতে ভালো নৈপুণ্য দেখাতে পারেননি শোয়েব। পাঁচ ইনিংসে করতে পেরেছেন মাত্র ৪৭ রান। বল হাতে অবশ্য দেখিয়েছেন দারুণ সফলতা। নিয়েছেন আটটি উইকেট। মঙ্গলবার অবসরের ঘোষণা দেওয়ার দিন করেছেন ক্যারিয়ারসেরা বোলিং। ৩৩ রানের বিনিময়ে নিয়েছেন চারটি উইকেট। পাকিস্তানের তরুণ খেলোয়াড়দের সুযোগ করে দেওয়ার জন্যই হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন শোয়েব, ‘আমাদের এখন খুব ভালো কিছু তরুণ ক্রিকেটার আছে। আর এটাই আমার অবসরে যাওয়ার সঠিক সময়। নতুন খেলোয়াড়দের জায়গা করে দেওয়ার জন্যই আমি সরে দাঁড়াচ্ছি।’
টেস্ট থেকে অবসর নিলেও সীমিত ওভারের ক্রিকেট আরো বেশ কিছুদিন খেলে যাওয়ার পরিকল্পনা করছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। ২০১৯ সালের বিশ্বকাপে অংশ নেওয়ার পরিকল্পনাও আছে তাঁর। তিনি বলেছেন, ‘মানসিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর আমি আরো আগেই নিয়েছিলাম। এখন আমি ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে বেশি মনোযোগ দিতে চাই।’
২০০১ সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর ৩৪টি ম্যাচ খেলে ১৮৫০ রান করেছেন শোয়েব। বল হাতে নিয়েছেন ২৫টি উইকেট।