এবার ফিফা কর্মকর্তারও সন্তোষ প্রকাশ

বিশ্বকাপ বাছাইপর্বে আর এক সপ্তাহ বাদেই মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি দেখতে অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের পর এবার ঢাকায় এসেছেন ফিফার নিরাপত্তা প্রতিনিধি উইল ফন রি। মঙ্গলবার সকালে ঢাকায় এসে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করেছেন তিনি। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ফন রি সন্তুষ্ট।
ফিফার নিরাপত্তা প্রতিনিধি ও স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনও। বৈঠক শেষে বাফুফে সভাপতি জানিয়েছেন, ‘আমাদের নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছেন তিনি। আমরা তাঁকে বিস্তারিতভাবে জানিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রীও তাঁকে জানিয়েছেন। এতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।’
এর আগে গত শনিবার রাতে ঢাকায় এসেছিলেন অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশনের (এফএফএ) নিরাপত্তা বিভাগের দুই কর্মকর্তা। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এফএফএর নিরাপত্তা বিভাগের প্রধান মার্ক স্যালিবা ও নির্বাহী কর্মকর্তা লিয়াম রায়ান। পরের দিন ম্যাচের ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং অস্ট্রেলিয়া দলের প্র্যাকটিসের জন্য নির্ধারিত শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মাঠ পরিদর্শন শেষে নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তাঁরা।
আগামী ১৪ নভেম্বর ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়া ফুটবল দলের। ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মামুনুল-এমিলিদের মুখোমুখি হবে ফুটবল-বিশ্বে ‘সকারু’ নামে পরিচিত দলটি।