সুয়ারেজের হ্যাটট্রিকে ফাইনালে বার্সেলোনা

ইনজুরির কারণে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামতে পারেননি ব্রাজিলিয়ান তারকা নেইমার। শেষমুহূর্তে পেট ব্যথার কারণে খেলতে পারেননি বার্সেলোনার আরেক তারকা লিওনেল মেসিও। তবে তাতে জয় আটকায়নি বার্সার। উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজের দারুণ হ্যাটট্রিকে আরেকটি শিরোপা জয়ের পথে একধাপ এগিয়ে গেছে কাতালানরা। সেমিফাইনালে চীনের ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডেকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে গত মৌসুমের ট্রেবলজয়ীরা।
জাপানের ইয়োকোহামা স্টেডিয়ামে ৩৯ মিনিটের মাথায় দলের পক্ষে প্রথম গোলটি করেছিলেন সুয়ারেজ। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল বার্সা। দ্বিতীয়ার্ধে, ৫০ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার পাস থেকে বল পেয়ে দ্বিতীয় গোলটি করেন সুয়ারেজ। ৬৭ মিনিটে ম্যাচের তৃতীয় গোলটিও তিনি করেছেন পেনাল্টি থেকে। গুয়াংজুর খেলোয়াড়েরা মাত্র তিনবার শট নিতে পেরেছেন বার্সেলোনার গোলপোস্ট লক্ষ্য করে।
২০০০ সালে এই ক্লাব বিশ্বকাপ শুরুর পর সবচেয়ে বেশি দুইবার শিরোপা জিতেছে বার্সেলোনা ও ব্রাজিলের ক্লাব করিন্থিয়ানস। ২০০৯ ও ২০১১ সালের পর তৃতীয়বারের মতো শিরোপা জিততে পারলে রেকর্ডটা নিজেদের করে নিতে পারবে বার্সা। ২০ ডিসেম্বর ইয়োকোহামা স্টেডিয়ামে শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে বার্সাকে খেলতে হবে আর্জেন্টিনার ক্লাব রিভারপ্লেটের বিপক্ষে।
গত বুধবার ক্লাব ফুটবল বিশ্বকাপের অপর সেমিফাইনালে জাপানের ক্লাব সানফ্রেস হিরোশিমাকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে রিভারপ্লেট। আর্জেন্টিনার চতুর্থ ক্লাব হিসেবে ফাইনালে খেলতে যাচ্ছে তারা।