জোড়া গোলে বছর শেষ করলেন রোনালদো

২০১৫ সালের শুরুটা দারুণভাবে করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। টানা দ্বিতীয়বারের মতো জিতেছিলেন ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। কিন্তু এর পর বাকিটা সময় শুধু হতাশই হতে হয়েছে পর্তুগিজ এই তারকাকে। রিয়াল মাদ্রিদের হয়ে জিততে পারেননি একটা শিরোপাও। তবে বছরের শেষ ম্যাচে জোড়া গোল করে শুরুর মতো শেষটাও ভালোমতো করতে পেরেছেন রোনালদো। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
৪২ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি রোনালদো করেছিলেন পেনাল্টি থেকে। মার্সেলোর পাস থেকে নিজের অপর গোলটি করেছেন ৬৭ মিনিটে। ম্যাচের শেষ ভাগে রিয়ালের পক্ষে তৃতীয় গোলটি করেছেন বেনজেমার বদলি হিসেবে নামা লুকাস।
বছরের শেষ ম্যাচে জোড়া গোলের সুবাদে ২০১৫ সালে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৭। ক্লাব ও জাতীয় দলের জার্সি গায়ে ৫৭ ম্যাচ খেলে এই ৫৭ গোল করেছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ৫২ ম্যাচ খেলে রোনালদো করেছেন ৫৪ গোল। আর পর্তুগালের হয়ে পাঁচ ম্যাচ খেলে করেছেন তিনটি গোল। রোনালদোর ভালো নৈপুণ্যের সুবাদে বাছাইপর্বের বাধা পেরিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নিয়েছে পর্তুগাল।
মাঠের লড়াইয়ে রোনালদোর মূল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ইনজুরির কারণে বেশ কিছু সময় ছিলেন মাঠের বাইরে। তারপরও ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬১ ম্যাচ খেলে ৫২ গোল করেছেন মেসি। সতীর্থদের দিয়ে গোল করানোর হিসাবে অবশ্য রোনালদোকে পেছনে ফেলে দিয়েছেন এই আর্জেন্টাইন তারকা। মেসির সহায়তা থেকে গোল হয়েছে ২৬টি। আর রোনালদো সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৭টি গোল।