বছরের শুরুতেই বার্সেলোনার হোঁচট

২০১৫ সালটা দারুণ কাটিয়েছিল বার্সেলোনা। পাঁচটি শিরোপা জয়ের পাশাপাশি গড়েছিল এক বছরে সবচেয়ে বেশি ১৮০টি গোল করার নতুন রেকর্ড। কিন্তু ২০১৬ সালের শুরুতেই হোঁচট খেয়েছে গতবারের শিরোপাজয়ীরা। এসপানিওলের বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়তে হয়েছে লুইস এনরিকের শিষ্যদের।
ম্যাচের প্রায় পুরোটা সময়ই বলের দখল ছিল বার্সেলোনার কাছে। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি মেসি, নেইমার, সুয়ারেজরা। প্রথমার্ধে মেসির দারুণ একটি ফ্রি-কিক ফিরে এসেছে গোলবারে লেগে। দ্বিতীয়ার্ধে আরো সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি সুয়ারেজ। ফাঁকা গোলপোস্টের সামনে থেকে শট নিয়েও বল জালে জড়াতে পারেননি এই উরুগুয়ের স্ট্রাইকার। শটটি আঘাত হেনেছিল গোলপোস্টে।
প্রতিপক্ষের মাঠে গিয়ে গোলশূন্য ড্র করায় কিছু সময়ের জন্য হলেও পয়েন্ট তালিকার শীর্ষস্থান হারাতে হচ্ছে বার্সেলোনাকে। লা লিগার অপর ম্যাচে লেভান্তের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে শীর্ষে উঠে এসেছে আতলেতিকো মাদ্রিদ। ১৭ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ৩৯ পয়েন্ট। আর এক ম্যাচ বেশি খেলে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আতলেতিকো। ১৭ ম্যাচ খেলে ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। রোববার ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিততে পারলে বার্সেলোনাকে ছুঁয়ে ফেলতে পারবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বীরা।