আর্জেন্টিনা-উরুগুয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনে আগ্রহী

১৯৩০ সালে উরুগুয়ে থেকে শুরু হয়েছিল ফুটবল বিশ্বকাপের অভিযাত্রা। ১৪ বছর পর ফুটবলের সেরা আসর পূর্ণ করবে শতবর্ষ। এমন মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। প্রথম বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আমেরিকার এই দুই দেশই খেলেছিল। যে ম্যাচে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল স্বাগতিক উরুগুয়ে।
যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের কথাও চিন্তা করছেন আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট মাউরিসিও মাক্রি। আগের প্রেসিডেন্ট ক্রিস্তিনা কির্চনারের আমলে উরুগুয়ে ও আর্জেন্টিনার সম্পর্ক কিছুটা শীতল ছিল। তবে মাক্রি দুই প্রতিবেশী দেশের সম্পর্ক উন্নয়নে আগ্রহী। আর সেজন্য বিশ্বকাপের শতবার্ষিকীকে বেছে নিতে চান তিনি। সম্প্রতি উরুগুয়ে সফরে গিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেছেন, ‘দুই দেশের সম্পর্ক উন্নয়নে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের চেয়ে ভালো আর কিছুই হতে পারে না।’ এ ব্যাপারে উরুগুয়ের প্রেসিডেন্ট তাবারে ভাসকেজের সঙ্গে আলোচনাও করেছেন মাক্রি।
এখন দুই দেশের কর্ণধার হলেও একসময় মাক্রি আর ভাসকেজের ফুটবলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। মাক্রি ছিলেন আর্জেন্টিনার সেরা ক্লাব বোকা জুনিয়র্সের সভাপতি। অন্যদিকে ভাসকেজও উরুগুয়ের প্রোগ্রেসো ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকায় পাঁচটি বিশ্বকাপ হয়েছে; ব্রাজিলে দুইবার আর উরুগুয়ে, আর্জেন্টিনা ও চিলিতে একবার করে।