বাহরাইনকে রুখে দিল যুব দল

‘বড় ভাই’দের মতো বড় জয় দিয়ে শুরু করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। তবে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে তরুণ ফুটবলারদের ব্যর্থ বলা যাবে না। নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের অনূর্ধ্ব-২৩ দলকে ১-১ গোলে রুখে দিয়েছে তারা।
গত শুক্রবার প্রতিযোগিতার উদ্বোধনী দিনে শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারিয়েছিল বাংলাদেশ জাতীয় দল। রোববার প্রথমে গোল করে যুব দলও জয়ের আশা জাগিয়েছিল। তবে শেষ পর্যন্ত জয় নয়, ড্র করে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।
যশোর শামসুল হুদা স্টেডিয়ামে ১৮ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন ফরোয়ার্ড ইউসুফ সিফাত। আরেক ফরোয়ার্ড রুবেল মিয়ার বাড়িয়ে দেওয়া বল ধরে বাহরাইন গোলরক্ষকের পাশ দিয়ে জালে পাঠাতে ভুল হয়নি ইউসুফের।
তবে পাঁচ মিনিট পরই সমতা নিয়ে আসে বাহরাইন। বাংলাদেশ অধিনায়ক রেজাউল করিম ও ডিফেন্ডার কেষ্ট কুমারের ভুল বোঝাবুঝিতে বক্সের মধ্যে বল পেয়ে আলতো শটে জালে জড়িয়ে দেন বাহরাইন অধিনায়ক জাসিম আল শেখ।
ম্যাচের শেষদিকে দশজনের দলে পরিণত হয় বাহরাইন। ৮৯ মিনিটে ইচ্ছাকৃতভাবে বল ধরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় মিডফিল্ডার আনোয়ার আলীকে।
আগামী বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।