আজ ‘ন্যাড়া’ পিচ

বাংলাদেশের মূল শক্তির জায়গা এখন দুর্দান্ত পেস আক্রমণ। মাশরাফি, মুস্তাফিজ, আল আমিন ও তাসকিনদের সমন্বয়ে গড়া এই পেস আক্রমণ যেকোনো দলের কাছেই সমীহজাগানিয়া। পেসারদের সহায়তা দিতে বাংলাদেশের গত দুই ম্যাচে পিচে ছিল ঘাস। এর থেকে অবশ্য পেসাররা বেশ সুবিধাও পেয়েছিলেন।
কিন্তু বাংলাদেশের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গতবারের চ্যাম্পিয়নদের পেস আক্রমণে আছেন অধিনায়ক লাসিথ মালিঙ্গা; পাশাপাশি নুয়ান কুলাসেকারের মতো বোলার। নিজেদের প্রথম ম্যাচে মালিঙ্গা একাই সংযুক্ত আরব আমিরাতের ব্যাটিং লাইন দুমড়েমুচড়ে দিয়েছিলেন।
নিজেদের সুবিধার জন্য পিচ তৈরি করতে গিয়ে অন্যেরা যেন আবার সফল না হয়, তাই আজ ম্যাচে পিচ তৈরি করা হয়েছে অনেকটাই ‘ন্যাড়া’! পুরো না হলেও পিচের ঘাস অনেকটাই ছেটে ফেলা হয়েছে। মনে করা হচ্ছে, মালিঙ্গাকে ঠেকাতেই পিচের ধরনে এই পরিবর্তন।
স্বাগতিক হিসেবে বাংলাদেশ এই সুবিধাটুকু নিতেই পারে। পিচের পরিবর্তন আনায় বাংলাদেশের প্রথম একাদশেও পরিবর্তন আসতে পারে বলে শোনা যাচ্ছে। চার পেসার থেকে একজন কমিয়ে একজন স্পিনার দলে নেওয়া পারে। সে ক্ষেত্রে দলে আসতে পারেন অফ স্পিনার আরাফাত সানি।
আরাফাত ১৫ জনের বাংলাদেশ দলে থাকলেও এই এশিয়া কাপে এখন পর্যন্ত একটি ম্যাচও খেলার সুযোগ পাননি। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে সুযোগ পেলে এই আসরে খেলার সুযোগ পাবেন তিনি।