টাইগাররা ঝাঁপিয়ে পড়ার অপেক্ষায় : সাকিব

একটি মাত্র ম্যাচ। জিতলেই এক পা চলে যাবে ফাইনালে। তাই তো ফাইনালের আগে অঘোষিত এ ফাইনাল নিয়ে একটু বেশিই মুখর বাংলাদেশের ক্রিকেটাররা। যেকোনো মূল্যেই জয় চান তাঁরা।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ক্রিকেটাররা জানিয়েছেন তাঁদের সেই আকাঙ্ক্ষার কথা। সে সারিতে সবচেয়ে ‘আগ্রাসী’ অবস্থানে আছেন সাকিব।
এক স্ট্যাটাসে সাকিব বলেছেন, ‘পাকিস্তানের মতো দলের বিপক্ষে খেলা বরাবরই একটু বেশি উত্তেজনাপূর্ণ হয়ে থাকে, তাই টাইগাররাও প্রতীক্ষায় থাকে ঝাঁপিয়ে পড়ার জন্য।’
পিছিয়ে নেই মুশফিকুর রহিমও। ফাইনালে যেতে উন্মুখ তিনিও।
‘একটি জয়ই আমাদের নিয়ে যাবে এশিয়া কাপের ফাইনালে। দোয়া করবেন বাংলাদেশ দলের জন্য!’, বলেন মুশফিক।
গত ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা সাব্বির রহমান আজকের দিনটিকে বিশেষভাবে দেখছেন। তিনি বলেন, ‘It's game day, pray for us!’ (আজ খেলার দিন, আমাদের জন্য দোয়া করবেন!)
গত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২৩ রানের জয়ে উজ্জীবিত বাংলাদেশ দল। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, কোচ হাথুরুসিংহেসহ গোটা দলই চায় জয়। আর সেটি কতটা বাস্তব হবে, তা বোঝা যাবে আজ সন্ধ্যাতেই।