সেরা হওয়ার দৌড়ে কারা এগিয়ে?

আর একটা ম্যাচ জিতলেই ইতিহাসের পাতায় জায়গা করে নেবে মাশরাফির দল। প্রথমবারের মতো এশিয়া কাপ জয়ের সামনে বাংলাদেশের শেষ বাধা ভারত। যে-ই জিতুক, ফাইনালের দুই দলের মধ্য থেকেই কারো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার সম্ভাবনা বেশি। বাংলাদেশ থেকে সেরা হওয়ার দৌড়ে এগিয়ে রাখতে হবে সাব্বির রহমান, মাহমুদউল্লাহ আর আল-আমিন হোসেনকে। অন্যদিকে ভারত চ্যাম্পিয়ন হলে পুরস্কারটা ওঠার সম্ভাবনা বিরাট কোহলি বা রোহিত শর্মার হাতে।
এবারের এশিয়া কাপে দুটি দুর্দান্ত ইনিংস এসেছে সাব্বিরের ব্যাট থেকে। ভারতের বিপক্ষে ৪৪ রান করলেও দলকে জয় এনে দিতে পারেননি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ৮০ রানের অনবদ্য ইনিংস খেলে বাংলাদেশের জয়ের নায়ক তিনি। চার ম্যাচে ৩৬ গড়ে ১৪৪ রান তাঁকে সিরিজসেরা হওয়ার পথেই এগিয়ে দিচ্ছে। ফিল্ডার হিসেবেও দারুণ পারফরম্যান্স। বাংলাদেশকে ফাইনালে তুলতে সাব্বিরের চারটি ক্যাচের অবদানও কম নয়।
মাহমুদউল্লাহ একেবারে নতুন রূপে আবির্ভূত হয়েছেন এই টুর্নামেন্টে। এতদিন মিডল অর্ডারে নেমে ইনিংস নির্মাণের দায়িত্ব পালন করতেন তিনি। কিন্তু এশিয়া কাপে অন্য ভূমিকায় দেখা যাচ্ছে ‘মিস্টার ডিপেন্ডেবল’কে। ছয় বা সাত নম্বরে নেমে দলকে সম্মানজনক স্কোর অথবা জয়ের বন্দরে পৌঁছে দেওয়াই মাহমুদউল্লাহর দায়িত্ব। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও পরের তিন ম্যাচে তাঁকে কেউ আউট করতে পারেনি। তাঁর ৩৬, ২৩ ও ২২ রানের তিনটি অপরাজিত ইনিংসের ওপরে ভর করে আরব আমিরাত, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ আজ ইতিহাসের সন্ধিক্ষণে। চার ম্যাচে ৮৮ রান করলেও মাত্র একবার আউট হওয়ায় গড়ও ৮৮, যা টুর্নামেন্ট সর্বোচ্চ। দায়িত্বশীল ব্যাটিংয়ের পাশাপাশি তিনটি ক্যাচ নিয়ে ফিল্ডিংয়েও দলকে নির্ভরতা দিচ্ছেন মাহমুদউল্লাহ।
আল-আমিনের পারফরম্যান্সও চমকপ্রদ। গত বিশ্বকাপে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দেশে ফিরে আসার হতাশাকে পেছনে ফেলে তিনি আজ বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য পেসার। ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা তিন দলের বিপক্ষেই তিনটি করে উইকেট নেওয়া আল-আমিনই এখন টুর্নামেন্টের সফলতম বোলার। চার ম্যাচে ১০.৪০ গড়ে ১০টি উইকেট নিয়েছেন তিনি।
সাম্প্রতিক সময়ে ভারতের অনেক সাফল্য যাঁর হাতে নির্মিত, সেই কোহলিও ভালো ছন্দে আছেন এশিয়া কাপে। বাংলাদেশের বিপক্ষে সাত রানে আউট হওয়ায় শুরুটা ভালো হয়নি। তবে পাকিস্তানের বিপক্ষে ৪৯ আর শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৫৬ রানের দুটি চমৎকার ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। চারটি ম্যাচে খেললেও আরব আমিরাতের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগ পাননি কোহলি। বাকি তিন ম্যাচে ৫৬ গড়ে ভারতের সেরা ব্যাটসম্যানের রান ১১২।
টুর্নামেন্ট-সেরার লড়াইয়ে আছেন রোহিত শর্মাও। বাংলাদেশের বিপক্ষে ৮৩ রান করে তিনিই ভারতকে বড় সংগ্রহ এনে দিয়েছিলেন। চার ম্যাচে ৩৪.২৫ গড়ে ১৩৭ রান করা ভারতের আক্রমণাত্মক ওপেনারের দিকেও চোখ রাখতে হবে।