ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ১২৩ রান
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/25/photo-1458922072.jpg)
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা দেখিয়েছিলেন ঝড়ো ব্যাটিংয়ের প্রদর্শনী। দলীয় স্কোর নিয়ে গিয়েছিলেন ২০০ রানের ওপর। কিন্তু প্রোটিয়ারা আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনোমতে জমা করতে পেরেছে ১২২ রান। সহজ এই লক্ষ্য তাড়া করে জয় পেলেই ওয়েস্ট ইন্ডিজ নিশ্চিত করে ফেলবে এবারের বিশ্বকাপের সেমিফাইনাল।
ক্রিস গেইল ব্যাটে ঝড় তুলে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেবেন, এটাই প্রত্যাশা থাকে সবার। প্রোটিয়াদের বিপক্ষে গেইলের ঝড়ো ব্যাটিং দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত না, তবে আজ বল হাতেই প্রতিপক্ষকে নাজেহাল করে দিয়েছেন গেইল। নিয়েছেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। গেইলের মতো দুটি করে উইকেট পেয়েছেন আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভো। ক্যারিবীয় বোলারদের দারুণ বোলিংয়ের মুখে মাত্র ১২২ রানেই থেমে গেছে দক্ষিণ আফ্রিকার ইনিংস।
টস হেরে ব্যাট করতে নেমে প্রথম নয় ওভারের মধ্যে মাত্র ৪৭ রান জমা করতেই দক্ষিণ আফ্রিকা হারিয়েছিল পাঁচটি উইকেট। দলের ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মধ্যে প্রায় একাই লড়াই চালিয়েছেন কুইন্টন ডি কক। ষষ্ঠ উইকেটে ডেভিড ওয়েইসিকে সঙ্গে নিয়ে ৫০ রানের জুটি গড়ে প্রোটিয়াদের সংগ্রহটা সম্মানজনক অবস্থানে নিয়ে গেছেন এই বাঁহাতি ওপেনার। ১৬তম ওভারে আউট হওয়ার আগে ডি কক খেলেছেন ৪৭ রানের লড়াকু ইনিংস। ২৮ রান করেছেন ওয়েইসি। শেষপর্যায়ে ক্রিস মরিসের ১৬ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ১২২ রান জমা করেছে দক্ষিণ আফ্রিকা। এবি ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে এসেছে ১০ রান। এই চারজন ছাড়া আর কোনো প্রোটিয়া ব্যাটসম্যানই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা।