লজ্জার রেকর্ড গড়ে বিদায় বাংলাদেশের
মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে ১৪৫ রানেই থেমে গিয়েছিল নিউজিল্যান্ডের ইনিংস। অনেকেরই হয়তো মনে হয়েছিল যে সান্ত্বনার একটি জয় নিয়ে দেশে ফিরতে পারবেন মাশরাফিরা। কিন্তু সেটা তো হলোই না, উল্টো লজ্জাজনক এক রেকর্ড গড়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ। ১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫.৪ ওভারের মধ্যে বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেল মাত্র ৭০ রানে। টি-টোয়েন্টিতে এটিই বাংলাদেশের সর্বনিম্ন ইনিংসের নতুন রেকর্ড। ৭৫ রানের বড় ব্যবধানের জয় দিয়ে অপরাজিত থেকেই সেমিফাইনালে চলে গেল নিউজিল্যান্ড।
২০১০ সালে বাংলাদেশ অলআউট হয়েছিল ৭৮ রানে। সেবারও প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। আজ বিশ্বকাপে সেই লজ্জাটাও এড়াতে পারল না বাংলাদেশ। ইশ সোধি ও গ্রান্ট এলিয়টের দারুণ বোলিংয়ে গুটিয়ে গেল মাত্র ৭০ রানে। নিউজিল্যান্ডের দুই বোলারই নিয়েছেন তিনটি করে উইকেট। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৬ রানের ইনিংসটি এসেছে শুভাগত হোমের ব্যাট থেকে। মাত্র তিনজন ব্যাটসম্যান পেরোতে পেরেছেন দুই অঙ্কের কোটা।
শুরু থেকেই বাংলাদেশের ব্যাটসম্যানরা ছিলেন আসা-যাওয়ার ওপর। ভালো ফর্মে থাকা তামিম ইকবাল দ্বিতীয় ওভারে সাজঘরে ফিরেছিলেন রানআউট হয়ে। আরেক ওপেনার মোহাম্মদ মিথুন ১৭ বল খেলে ১১ রান করে আউট হয়েছেন ষষ্ঠ ওভারে। অষ্টম ওভারে দুই রান করে ফিরেছেন সাকিব আল হাসান। পরের তিন ওভারে একে একে সাজঘরমুখী হয়েছেন সাব্বির রহমান (১২), সৌম্য সরকার (৬) ও মুশফিকুর রহিম (০)। দ্বাদশ ওভারে মাহমুদউল্লাহও আউট হয়ে গেলে নিশ্চিতই হয়ে যায় বাংলাদেশের হার।
পুরো ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা মারতে পেরেছেন মাত্র চারটি চার। শুভাগত হোম মেরেছেন দুটি চার। একটি করে চার মেরেছেন মোহাম্মদ মিথুন ও সাব্বির রহমান। এই তিন ব্যাটসম্যানই পেরোতে পেরেছেন দুই অঙ্কের কোটা। বাংলাদেশের ইনিংসে ছয় ছিল মাত্র একটি। সবাইকে অবাক করে দিয়ে দারুণ সেই ছয়টি মেরেছেন মুস্তাফিজ।
এর আগে মুস্তাফিজের দারুণ বোলিংয়ের মুখে নিউজিল্যান্ডের মাত্র তিনজন ব্যাটসম্যান পেরোতে পেরেছেন দুই অঙ্কের কোটা। সর্বোচ্চ ৪২ রানের ইনিংস এসেছে ওপেনার কেইন উইলিয়ামসনের ব্যাট থেকে। ৩৫ রান করেছেন কলিন মুনরো। ২৮ রান এসেছে রস টেলরের ব্যাট থেকে। চার ওভার বল করে ২২ রানের বিনিময়ে পাঁচটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন এই বাঁহাতি পেসার। এর আগে এক ম্যাচে পাঁচ উইকেট নিয়েছিলেন ইলিয়াস সানি।
প্রথম তিনটি ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল আগেই নিশ্চিত করে ফেলেছে নিউজিল্যান্ড। অন্যদিকে তিনটি ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।