আজই কি ঘুচবে মেসির গোলখরা?
‘কী হয়েছে মেসির?’, ‘কেন মেসি গোল পাচ্ছেন না?’, ‘মেসির কি কোনো সংকট চলছে?’ এ জাতীয় প্রশ্নেই এখন মুখর ইউরোপের ফুটবল অঙ্গন। পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার যে গোল পাচ্ছেন না অনেক দিন ধরেই। সাম্প্রতিক সময়ে বার্সেলোনাও বেশ কয়েকবার হোঁচট খাওয়ায় মেসির গোলখরাটা যেন চোখে পড়ছে আরো বেশি করে। আজ আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচেই মেসি গোলখরা কাটাতে পারবেন, এমন আশাই করছেন বার্সেলোনার সমর্থকরা।
গত ১৬ মার্চ আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে সর্বশেষ গোলটি করেছিলেন মেসি। তার পর বার্সা খেলেছে চারটি ম্যাচ। এই চারটি ম্যাচেই গোলের দেখা পাননি মেসি। মাত্র চারটি ম্যাচে গোল না পাওয়ায় এত হৈচৈ হয়তো অন্য কোনো খেলোয়াড়কে নিয়েই হতো না। কিন্তু ব্যাপারটা পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের সঙ্গে ঘটেছে বলেই শোরগোল উঠেছে ফুটবল অঙ্গনে। প্রায় প্রতি ম্যাচেই একের পর এক গোল করাকেই তো মেসি অভ্যাস বানিয়ে ফেলেছিলেন। টানা চার ম্যাচে গোল না পাওয়ার ঘটনাও মেসি ঘটিয়েছেন অনেক দিন পর। এর আগে ২০১১ সালে দেখা গিয়েছিল মেসির এমন গোলখরা।
দলের প্রধান তারকার এমন নিষ্প্রভের প্রভাব পড়েছে বার্সেলোনাতেও। নিজেদের সর্বশেষ এই চারটি ম্যাচের মধ্যে বার্সা জয়ের দেখা পেয়েছে মাত্র একটিতে। লা লিগায় একটি ড্রয়ের পর হারের মুখ দেখেছে টানা দুটি ম্যাচে। ফলে মৌসুমের শেষ পর্যায়ে এসে লা লিগার শিরোপা জয়ের লড়াইটাও কিছুটা কঠিন হয়ে গেছে বার্সার জন্য। পয়েন্ট তালিকার শীর্ষস্থান নিজেদের দখলে রাখতে পারলেও পয়েন্ট ব্যবধান অনেকটাই কমে গেছে আতলেতিকো ও রিয়াল মাদ্রিদের সঙ্গে। মৌসুমের শেষ ছয়টি ম্যাচে আবারও হোঁচট খেলে শিরোপা হারানোর হতাশায় ডুবতে হবে কাতালানদের।
লা লিগা ছাড়াও আতলেতিকো মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার লড়াইটা চলছে চ্যাম্পিয়নস লিগেও। সেমিফাইনালে জায়গা করে নেওয়ার জন্য আজ দ্বিতীয় লেগের ম্যাচে আতলেতিকোর মুখোমুখি হবেন মেসি-নেইমাররা। প্রথম লেগে ২-১ ব্যবধানের জয় দিয়ে অবশ্য এগিয়েই গেছে বার্সা। তবে আজ দ্বিতীয় লেগের ম্যাচটা আতলেতিকোর মাঠে গিয়ে খেলতে হবে বলেই বেশি সতর্ক থাকতে হচ্ছে বার্সাকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মেসি জ্বলে উঠতে পারলে অবশ্য কোনো দুশ্চিন্তা থাকবে না কাতালানদের। আর এই ম্যাচেই মেসি গোলখরা কাটাতে পারবেন, এমন আশা নিয়েই অপেক্ষা করছেন বার্সা সমর্থকরা।
বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় ভিসেন্তে কালদেরনে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ।