মেসির পেনাল্টি মিসের ম্যাচে বড় ব্যবধানে হারল মায়ামি

সর্বশেষ দেশের মাটিতে জোড়া গোল করে আর্জেন্টিনোকে জিতিয়েছিন লিওনেল মেসি। ঘরের মাঠে নিজের শেষ ম্যাচ থেকে সুখস্মৃতি নিয়েই ফিরেছিলেন। এরপর মায়ামিতে ফিরে প্রথম ম্যাচেই পেনাল্টি মিস করলেনি এই আর্জেন্টাইন সুপারস্টার। মেসির পেনাল্টি মিসের ম্যাচে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) মেজর লিগ সকারে শার্লট এফসির বিপক্ষে ৩-০ ব্যবধানে হেরেছে ইন্টার মায়ামি। শর্লটের হয়ে হ্যাটট্রিক করেছেন ইদান তোকলোমাতি।
আজ সকালে শার্লটের মাঠ ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল মায়ামি। কিন্তু আক্রমণের লড়াইয়ে দুদলের কেউ কারো থেকে পিছিয়ে ছিল না।
মেসির পেনাল্টি মিসের ম্যাচে ইন্টার মায়ামি কোন গোলের দেখা পায়নি। উল্টো ৭৯ মিনিটে তমাস আভিলেস লাল কর্ড দেখে মাঠ ছাড়লে বাকিটা সময় ১০ জনের দল নিয়ে খেলে তারা। ম্যাচে ৫৯ শতাংশ বল দখলে রেখে ১০টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে পারে মেসি-আলবারা।
অন্যদিকে শার্লটও সমান তালে আক্রমণ চালায়, তাদের ১০ শটের মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। শার্লটের তোকলোমাতি তার পেশাদার ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিক করেন।
ম্যাচে প্রথম এগিয়ে যাওয়ার সুযোগ আসে মায়ামির কাছেই। ৩২ মিনিটে পেনাল্টি মিস করে সেই সুযাগ হাতছাড়া করেন মেসি। আর্জেন্টাইন তারকার পানেনকা শট সহজেই ঠেকিয়ে দেন শার্লটের গোলরক্ষক। এর দুই মিনিট পর শার্লটকে এগিয়ে নেন তোকলামাতি। প্রথমার্ধের খেলা ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই শেষ করে শার্লট।
দ্বিতীয়ার্ধে তোকলোমাতি আরো দুটি গোল করে তার হ্যাটট্রিক পূর্ণ করেন। বিরতি থেকেই ফিরেই ম্যাচের ৪৭তম মনিটে শর্লটের ব্যবধান দ্বিগুণ করেন তিন। এরপর এ ৮৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যাবধান ৩-০ করেন তোকলোমাতি।
লিগ কাপের ফাইনালে থুতুকান্ডে নিষিদ্ধ হয়ে এই ম্যাচে ছিলেন না মায়ামি ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। এই হারে পরপর দুই ম্যাচে মায়ামি একই ব্যবধানে হারের দেখা পেল ইন্টার মায়ামি।
মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নাম্বারে মায়ামি। তাদের থেকে ৪ ম্যাচ বেশি খেলে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।