মুস্তাফিজের পক্ষে ৫০০ উইকেট নেওয়া সম্ভব : মাশরাফি

এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ক্রিকেটার নিঃসন্দেহে মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়িয়ে আইপিএলের অভিষেক ম্যাচেও তিনি স্বমহিমায় উজ্জ্বল। মাশরাফি বিন মুর্তজা তো তাঁর প্রশংসায় উচ্ছ্বসিত। বাংলাদেশ অধিনায়কের দৃঢ় বিশ্বাস, সুস্থ থেকে দীর্ঘ দিন খেলতে পারলে ৫০০ উইকেটও নিতে পারবেন মুস্তাফিজ।
সম্প্রতি এক পত্রিকায় এই বিশ্বাসের কথা তুলে ধরে মাশরাফি লিখেছেন, ‘মুস্তাফিজ এমন একজন বোলার যার নামের পাশে ৪০০/৫০০ উইকেটও দেখা যেতে পারে ভবিষ্যতে। মুস্তাফিজকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন। সে ফিট থাকতে পারলে আর নাম ও খ্যাতির ভারে চাপা না পড়লে তার পক্ষে নিজেকে অমর করে রাখা অসম্ভব কিছু নয়।’
বাংলাদেশের কাটার-মাস্টারকে কিছু মূল্যবান উপদেশও দিয়েছেন মাশরাফি। ‘নড়াইল এক্সপ্রেস’-এর মতে, ‘তার বয়স মাত্র ২০ বছর। বলা যায় সে মাত্র খেলা শুরু করেছে। অথচ তার সামনে অনেক প্রতিযোগিতায় খেলার দারুণ সুযোগ। আইপিএল, বিপিএল, সিপিএল, বিগ ব্যাশ, কাউন্টি ক্রিকেট যেখানে ইচ্ছে সে খেলতে পারে। তবে কোথায় খেলা উচিত আর কোথায় উচিত নয় সেই সিদ্ধান্ত তাকেই নিতে হবে। বাংলাদেশ জাতীয় দলে ১০-১৫ বছর খেলতে চাইলে আপনার মধ্যে অবশ্যই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। নইলে আপনি হোঁচট খাবেন।’
প্রিয় ‘ছোট ভাই’কে চোট থেকে দূরে থাকার পরামর্শও দিচ্ছেন মাশরাফি, ‘তাকে চোট নিয়ে সতর্ক থাকতে হবে। পেস বোলারদের পক্ষে ফিট থাকা খুব কঠিন। মুস্তাফিজকেই দেখুন না। সে মাত্র এক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছে। অথচ এরই মধ্যে সে দুবার চোটে পড়েছে। এই জায়গায় তাকে আরো সতর্ক হতে হবে। বাংলাদেশ মুস্তাফিজের কাছ থেকে সেরাটা বের করে আনতে না পারলে তা হবে বিরাট ট্র্যাজেডি। তবে মুস্তাফিজ খেলা চালিয়ে যেতে পারলে বাংলাদেশের জন্য অনেক সাফল্য নিয়ে আসতে পারবে।’