মুস্তাফিজে মুগ্ধ ভিভিএস লক্ষ্মণ

আইপিএলে খেলতে গিয়ে মুস্তাফিজুর রহমান পড়েছেন ভাষা সমস্যায়। বাংলা ছাড়া অন্য কোনো ভাষা ভালোমতো না জানার কারণে সতীর্থদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে কিছুটা সমস্যাই হচ্ছে বাংলাদেশের এই তরুণ বাঁহাতি পেসারের। কিন্তু হাতে বল তুলে নিলে আর কোনো সমস্যাই থাকছে না মুস্তাফিজের। বল দিয়ে কথা বলতেই যে তিনি বেশি অভ্যস্ত। আইপিএলে নিজের প্রথম আসরে মাত্র তিনটি ম্যাচ খেলেই ক্রিকেটবিশ্বে আরেক দফা সাড়া জাগিয়েছেন এই বাংলাদেশি পেসার। এবার মুস্তাফিজের প্রশংসায় মেতেছেন ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ।
আইপিএলে তিনটি ম্যাচ খেলে এখন পর্যন্ত মুস্তাফিজ নিয়েছেন চারটি উইকেট। কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান ব্যাটসম্যান আন্দ্রে রাসেলকে যেভাবে ভূপাতিত করে বোল্ড করেছিলেন, তা এখনো চোখে লেগে আছে অনেকের। মুস্তাফিজের কারণে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশে জায়গাই করে নিতে পারছেন না ট্রেন্ট বোল্ট। অথচ ওয়ানডে বোলিং র্যাঙ্কিয়ের শীর্ষে আছে এই কিউই পেসারের নাম। বয়স মাত্র ২০ বছর হলেও চাপের মুখে মুস্তাফিজ যেভাবে বোলিং করে যাচ্ছেন, তা সত্যিই অবাক করেছে হায়দরাবাদের মেন্টর লক্ষ্মণকে। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে লক্ষ্মণ বলেছেন, ‘অনেক প্রতিভাবান ক্রিকেটারও চাপের মুখে ভালো নৈপুণ্য দেখাতে পারে না। কিন্তু মুস্তাফিজ সেই কাজটা প্রতিনিয়ত করে যাচ্ছে। সে খুবই আত্মবিশ্বাসী। তার কর্মস্পৃহাও প্রশংসা করার মতো। সে নিজের কৌশলগুলো কাজে লাগানোর জন্য অনেক পরিশ্রম করে। এ কারণেই আমার মনে হয়, শুধু প্রথম বছরেই না, আন্তর্জাতিক ক্রিকেটে অনেক লম্বা সময় ধরে সে সাফল্য পাবে।’
ভারত ও অস্ট্রেলিয়ার দুই পেসার ভুবনেশ্বর কুমার ও মোইসেস হেনরিকে দলে থাকলেও মুস্তাফিজই হয়ে উঠেছেন সানরাইজার্সের প্রধান স্ট্রাইক বোলার। ডেথ ওভারে বোলিংয়ের জন্যও মুস্তাফিজকেই বেছে নিচ্ছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আর সেই আস্থার প্রতিদানও মুস্তাফিজ দিচ্ছেন দারুণভাবে। তিন ম্যাচে মোট ১৬ ওভার বল করে তিনি দিয়েছেন ওভারপ্রতি মাত্র ৭.২৫ রান। সেখানে ভুবনেশ্বর কুমার ওভারপ্রতি দিয়েছেন ৮.৪১ রান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের এক বছর পূর্ণ না হলেও মুস্তাফিজ যেভাবে বোলিং করে চলেছেন, তা দেখে মুগ্ধ হয়ে গেছেন লক্ষ্মণ, ‘আন্তর্জাতিক ক্রিকেটে যার এখনো এক বছরও হয়নি, সে যে ধরনের কৌশল ও দক্ষতার পরিচয় দিচ্ছে, তা দেখাটা সত্যিই দারুণ ব্যাপার।’
আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে আজ সুরেশ রায়নার দল গুজরাট লায়নের মুখোমুখি হবে মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ।