মুস্তাফিজের জন্য বাংলা শিখছেন ওয়ার্নার!

প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) খেলতে গিয়ে শুধু একটাই সমস্যা হচ্ছে মুস্তাফিজুর রহমানের, সমস্যাটা ভাষাগত। অবশ্য এই সমস্যা নিয়ে তাঁর দল সানরাইজার্স হায়দরাবাদ খুব একটুও চিন্তিত নয়। ইংরেজি ভাষায় দখল খুব বেশি নেই বলে বাংলাদেশের কাটার-মাস্টারের জন্য একজন ব্যক্তিগত দোভাষী নিযুক্ত করেছে দলটি।
এবার পাওয়া গেল নতুন খবর। হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলছেন, ‘মুস্তাফিজের জন্য বাংলাটা শিখতেই হবে আমাকে!’
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ওয়ার্নার লিখেছেন, ‘আমি গুগল ট্রান্সলেশন ব্যবহার করছিলাম ফিজের (মুস্তাফিজ) জন্য। চেষ্টা করছি কীভাবে বাংলা শিখতে হয়।’
এর আগে গতকাল বুধবার টুইটারে ওয়ার্নার একটি ছবি পোস্ট করেছেন মুস্তাফিজের সঙ্গে। যাতে দেখা যাচ্ছে, টেবিলের দুই পাশে বসে মোবাইলে ব্যস্ত মুস্তাফিজ ও ওয়ার্নার। টেবিলে একটি কাগজের হোডিংয়ে লেখা, ‘নো ফটোস’। মূলত সেখানে একজনের মন্তব্যের জবাব দিতে গিয়ে বাংলা শেখার কথাটা অনেকটা মজা করে বলেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
এবারের আইপিএলে হায়দরাবাদের অন্যতম সেরা বোলার মুস্তাফিজ। বৃহস্পতিবারের আগে তিন ম্যাচে নিয়েছেন চার উইকেট, সে ম্যাচগুলোতে বেশ নিয়ন্ত্রিত বোলিং করেন এই বাঁ-হাতি পেসার।