আবার ফিরিয়ে আনা হচ্ছে ক্রুইফকে

গত বছর সেপ্টেম্বরে ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফকে বিদায় করে দিয়ে ইতালিয়ান কোচ ফাবিও লোপেজকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরপর মাঝখানে সাত মাসে দুজন বিদেশি কোচ ও একজন স্থানীয় কোচ বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্বে পালন করেন। কিন্তু কেউই সাফল্য এনে দিতে পারেননি।
তাই বাফুফে আবার ক্রুইফের দ্বারস্থ হচ্ছে। আবার ফিরিয়ে আনা হচ্ছে এই ডাচ কোচকে। শনিবার বাফুফের নবনির্বাচিত কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন বাফুফে ভবনে নাবিল সাংবাদিকদের বলেন, ‘ক্রুইফ আমাদের প্রায় সব ফুটবলারকে ভালোমতো চেনেন-জানেন। তাই তাঁকে এক মাসের জন্য আবার জাতীয় দলের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমার। এই অল্প সময়ের মধ্যে অন্য কোচ নিয়োগ দেওয়ার কঠিন বলেই ফের ডাচ কোচের প্রতি ঝুঁকতে হয়েছে আমাদের।’
আগামী ২০১৯ সালের অনুষ্ঠিত হবে এশিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। এই আসরের প্রাক বাছাই পর্বের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ আগামী ২ ও ৯ জুন তাজিকিস্তানের বিপক্ষে। তাই এক মাসের জন্য দায়িত্ব দেওয়া হচ্ছে এই ডাচ কোচকে।