জুনে আবার আসবেন ক্রুইফ

এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব শেষ। তাই স্বদেশ নেদারল্যান্ডসে ফিরে যাচ্ছেন বাংলাদেশ দলের কোচ লোডভিক ডি ক্রুইফ। তবে আবার আসবেন তিনি। আগামী জুনে বিশ্বকাপের প্রাক-বাছাইপর্বকে সামনে রেখে আবার ক্রুইফকে ডাকা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শুক্রবার নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা হবেন ক্রুইফ। তার আগে বৃহস্পতিবার বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
প্রায় এক ঘণ্টার আলাপচারিতা শেষে সোহাগ বলেন, ‘ক্রুইফকে বলা হয়েছে এখন থেকে কোনো প্রতিযোগিতার আগেই তাঁকে ডেকে পাঠানো হবে। আগামী জুনে বিশ্বকাপের প্রাক-বাছাই পর্বের আগে তিনি আসবেন। এ ব্যাপারে ক্রুইফ আমাদের সঙ্গে নীতিগতভাবে একমত।’
২০১৩ সালের ১ জুলাই ক্রুইফকে দু বছরের জন্য নিয়োগ দিয়েছিল বাফুফে। তবে পারিশ্রমিক দিতে সমস্যা হওয়ার মেয়াদ শেষ হওয়ার অনেক আগে গত বছরের ১৯ অক্টোবর তাঁকে বিদায় করে দেওয়া হয়।
গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ডকাপের আগে আবার বাংলাদেশ দলের দায়িত্ব দেওয়া হয়েছিল ক্রুইফকে। টুর্নামেন্ট শেষে দেশে ফিরে যান তিনি। গত মাসে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বেও তাঁর অধীনে খেলেছিল বাংলাদেশ দল।