নিউজিল্যান্ডকে বিদায় জানালেন ভেট্টরি

নিউজিল্যান্ড ক্রিকেটের এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের অবসান হলো। বিশ্বকাপের ফাইনাল খেলে দেশে ফিরে ড্যানিয়েল ভেট্টরি জানিয়ে দিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না তাঁকে। তিনি যে বিশ্বকাপ শেষে অবসর নিতে যাচ্ছেন, আগে থেকেই সে গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি প্রমাণিত।
মেলবোর্নের ফাইনালে ৫ ওভারে ২৫ রান দিয়ে কোনো উইকেট পাননি। অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ জয়ের আশাও পূরণ হয়নি। তবু সব মিলিয়ে এবারের বিশ্বকাপ নিয়ে সন্তুষ্ট ৩৬ বছর বয়সী ভেট্টরি। ফাইনালে ব্যর্থ হলেও টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্স ভালো। নয় ম্যাচে ২০.৪৬ গড়ে ১৫ উইকেট নিয়েছেন। ইকোনমি রেট, মানে ওভারপ্রতি রান দেওয়ার হার কিউই বোলারদের মধ্যে তাঁরই সবচেয়ে ভালো—৪.০৪।
মঙ্গলবার অকল্যান্ড বিমানবন্দরে নেমে ভেট্টরি বলেছেন, ‘বিশ্বকাপের ফাইনালই ছিল নিউজিল্যান্ডের পক্ষে আমার শেষ ম্যাচ। শেষটা ভালোই হলো বলা যায়। অবশ্য শিরোপা জিততে পারলে খুব ভালো হতো। তবে দলের প্রত্যেকের পারফরম্যান্স নিয়ে আমি গর্বিত। সবার কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি, তাতে আমি কৃতজ্ঞ। বিশেষ করে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম আর কোচ মাইক হেসনের কথা বলতে চাই।’
নিউজিল্যান্ড ক্রিকেট ভেট্টরিকে মনে রাখবেই। কিউইদের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট (১১২) ও ওয়ানডে (২৯১) খেলার কৃতিত্ব তাঁরই। ওয়ানডেতে নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি ২৯৭ উইকেটের মালিকও তিনি। টেস্টে এ তালিকায় তাঁর সামনে আছেন শুধু স্যার রিচার্ড হ্যাডলি। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হ্যাডলি নিয়েছেন ৪৩১ উইকেট। ভেট্টরির উইকেট-সংখ্যা ৩৬১।
শুধু বাঁহাতি স্পিনার হিসেবে নয়, ভেট্টরির ব্যাটিংয়ের হাতও ভালো। টেস্টে ছয়টি সেঞ্চুরি ও ২৩টি ফিফটিসহ ঠিক ৩০ গড়ে ৪,৫৩১ রান করেছেন তিনি। টেস্টের মতো ওয়ানডেতেও ব্যাটসম্যান ভেট্টরির পারফরম্যান্স খারাপ নয়। চারটি ফিফটিসহ ১৭.৩৩ গড়ে ২,২৫৩ রান সে সাক্ষ্যই দিচ্ছে।
এমন একজন ক্রিকেটারের অভাব কিউইরা অনুভব করবেই।