কষ্টের জয়ে ফাইনালে সেরেনা

আগের দিন পেয়েছিলেন ক্যারিয়ারের ৭০০তম জয়। পরদিনও জিতলেন বটে, তবে অনেক ঘাম ঝরিয়ে। বৃহস্পতিবার রাতে মায়ামি ওপেনের সেমিফাইনালে রোমানিয়ার সিমোনা হালেপকে ৬-২, ৪-৬, ৭-৫ গেমে হারিয়েছেন সেরেনা উইলিয়ামস।
মহিলা টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সেরেনা ফাইনালে খেলবেন স্পেনের কার্লা সুয়ারেজ নাভারোর বিপক্ষে। অন্য সেমিফাইনালে নাভারো সহজেই জার্মানির আন্দ্রেয়া পেতকোভিচকে হারিয়েছেন। খেলার ফল ৬-৩, ৬-৩।
মহিলাদের মতো পুরুষ র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড়কেও ভালোই লড়াই করতে হয়েছে। প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠার পথে শেষ আটের লড়াইয়ে নোভাক জোকোভিচ ৭-৫, ৭-৫ গেমে হারিয়েছেন স্পেনের দাভিদ ফেরারকে। সেমিফাইনালে এই সার্বিয়ান তারকার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের জন ইসনার।
আর একটি ম্যাচ জিতলেই মায়ামি ওপেনের ‘হ্যাটট্রিক’ শিরোপার আনন্দে মেতে উঠবেন গত দুবারের শিরোপাজয়ী সেরেনা। ফাইনালে ১৯টি গ্র্যান্ড স্লাম বিজয়ীই ‘ফেভারিট’। তবে তাঁর প্রতিপক্ষ হেরে গেলেও একটা সান্ত্বনা পেতে পারেন। মায়ামিতে ফাইনালে ওঠায় আগামী সোমবার প্রকাশিতব্য র্যাঙ্কিংয়ে নাভারোর সেরা দশে থাকা নিশ্চিত হয়ে গেছে। ২০০১ সালে আরানচা সানচেজ-ভিকারিওর পর এই প্রথম কোনো স্প্যানিশ মহিলা খেলোয়াড় সেরা দশে জায়গা করে নিতে যাচ্ছেন।