মেসিকে নিয়ে নিশ্চিন্ত বার্সা কোচ

সংশয় ছিল, ছিল দুশ্চিন্তাও। তবে রোববার রাতে সেল্তা ভিগোর মাঠে লিওনেল মেসিকে পাওয়া নিয়ে বার্সেলোনা সমর্থকদের সংশয় দূর হওয়ারই কথা। স্বয়ং বার্সা কোচ লুইস এনরিকে জানিয়েছেন, পায়ের চোট পেছনে ফেলে দলের সবচেয়ে বড় তারকা এখন সম্পূর্ণ সুস্থ।
গত ২২ মার্চ স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জয় পাওয়া ম্যাচে ডান পায়ে চোট পেয়েছিলেন মেসি। ব্যথা নিয়েই জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। তবে এল সালভাদর আর ইকুয়েডরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের একটিতেও তাঁকে মাঠে নামানোর ঝুঁকি নেননি আর্জেন্টিনার কোচ জেরার্দো মার্তিনো।
গত বৃহস্পতিবার বার্সেলোনায় ফেরা মেসির পায়ে আর ব্যথা নেই বলে জানিয়েছেন এনরিকে। বার্সা-ভক্তদের সুখবরটা দিয়ে কাতালানদের কোচ বলেছেন, ‘দলের সব সতীর্থের সঙ্গে কোনো সমস্যা ছাড়াই অনুশীলন করেছে মেসি। আমরা জানি, সে ব্যথা পেয়েছিল। তবে এখানে ফেরার পর তার (পায়ের) অবস্থা দেখে ভালোই মনে হচ্ছে। মেসি অবশ্য প্রতি ম্যাচেই অনেক ব্যথা পায়। এ নিয়ে আর কথা বলতে চাই না। শুধু বলতে চাই, সে এখন খেলার মতো সম্পূর্ণ সুস্থ।’
মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে মেসিকে না পেলে বিপদেই পড়ে যাবে বার্সা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে চার পয়েন্ট এগিয়ে তারা এখন স্প্যানিশ লা লিগার শীর্ষে। লা লিগার শিরোপা পুনরুদ্ধার ছাড়াও কোপা দেল রে আর উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপারও হাতছানি বার্সার সামনে। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজি। আগামী ৩০ মে কোপা দেল রে’র ফাইনালে মেসি-নেইমাররা খেলবেন অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে।