প্রিমিয়ার লিগে শেখ জামালের শুভসূচনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে দুই আফ্রিকান ফুটবলারের বল দখলের লড়াই। ছবি : বাফুফের সৌজন্যে
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ বড় জয় দিয়ে শুরু করেছে গতবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। মঙ্গলবার লিগের উদ্বোধনী ম্যাচে তারা ৪-১ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম গোল করেছিল দুই বছর পর প্রিমিয়ার লিগে ওঠা ফরাশগঞ্জ। দশম মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন নাইজেরীয় ফরোয়ার্ড পিটার আকিন এলে।
তবে পাঁচ মিনিট পরই সমতা নিয়ে আসে শেখ জামাল। ডিফেন্ডার ইয়ামিন আহমেদ মুন্নার পাস থেকে হাইতির ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমে আলতো শটে জালে পাঠান বল।
১-১ সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বো চমৎকার ফ্রি-কিকে পরাস্ত করেন ফরাশগঞ্জ গোলরক্ষককে।
৭৫ মিনিটে মিডফিল্ডার মামুনুল ইসলাম এবং ইনজুরি সময়ে ল্যান্ডিংয়ের আরেকটি গোল বড় জয় এনে দেয় শেখ জামালকে।