আবাহনীকে জেতালেন দুই হাঙ্গেরিয়ান

ঢাকা আবাহনীর হাঙ্গেরিয়ান স্ট্রাইকার সাবোলস চোরবা বল নিয়ে এগিয়ে যাচ্ছেন। তাঁকে রোখার চেষ্টা চট্টগ্রাম আবাহনীর এক খেলোয়াড়ের। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ছবি : বাফুফের সৌজন্যে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের তৃতীয় ম্যাচে সহজেই জিতেছে ঢাকা আবাহনী লিমিটেড। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।
আবাহনীর জয়ের নায়ক দলটির দুই হাঙ্গেরিয়ান ফুটবলার। ম্যাচে অবশ্য আবাহনীকে গোলের দেখা পেতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে।
ম্যাচের ৭৩ মিনিটে আবাহনীকে গোলের সূচনা এনে দেন স্ট্রাইকার সাবোলস চোরবা। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার ড্যামিয়েন গাবোর।
তিন ম্যাচে দুই জয়ে সাত পয়েন্ট নিয়ে তালিকায় আবাহনীর অবস্থান দ্বিতীয়। এর আগে প্রথম ম্যাচে তারা রহমতগঞ্জের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল। দ্বিতীয় ম্যাচে ফেনী সকারের বিপক্ষে অবশ্য ভালোভাবেই জিতেছে তারা, ৪-০ গোলে।