নেপালে কিশোরী ফুটবলাররা নিরাপদে

নেপালে প্রচণ্ড ভূমিকম্পের কারণে এএফসি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্বের ফাইনাল ম্যাচ স্থগিত হয়েছে। শনিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ ও স্বাগতিক নেপাল এই ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল। অবশ্য বাংলাদেশের কিশোরী ফুটবলাররা নিরাপদে আছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ‘প্রচণ্ড ভূমিকম্পের কারণে দশরথ স্টেডিয়ামে গ্যালারিতে ফাটল দেখা দিয়েছে। স্টেডিয়ামের মূল গেটও ভেঙে গেছে। তাই বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়েছে। ম্যাচটির নতুন তারিখ এখনো ঠিক হয়নি।’
নেপালে এই ভূমিকম্পের কারণে সেখানে থাকা বাংলাদেশের মেয়েদের কোনো সমস্যা হয়নি। তারা নিরাপদে আছে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক।