জাতীয় যুব হকিতে বিকেএসপি চ্যাম্পিয়ন

জাতীয় যুব হকি প্রতিযোগিতার শিরোপা জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। সোমবার ফাইনালে তারা ৬-০ গোলের বিশাল ব্যবধানে ঢাকা জেলাকে হারিয়েছে।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেএসপির হয়ে দুই গোল করেছেন আরশাদ হোসেন। একটি করে গোল রাজু আহমেদ, মোহাম্মদ মহসিন, মাহবুব হোসেন ও ফজলে হোসেনের।
দিনাজপুর জেলাকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে রাজশাহী জেলা।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে ১০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন বিকেএসপির আশরাফুল ইসলাম। ২২ গোল করে সর্বোচ্চ গোলদাতা ঢাকার দ্বীন ইসলামের পুরস্কারও ১০ হাজার টাকা।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী উপস্থিত ছিলেন।