মুশফিককে নিয়ে দুশ্চিন্তা নেই

একে তো ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই হতাশা। তার ওপর অধিনায়ক মুশফিকুর রহিমের চোটে পড়ার দুঃসংবাদ। খুলনা টেস্টের দ্বিতীয় দিনটা ভীষণ খারাপ কাটল বাংলাদেশের। তবে আশার কথা, মুশফিকের চোট গুরুতর নয়। বৃহস্পতিবার তৃতীয় দিনে আবার উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যেতে পারে বাংলাদেশ অধিনায়ককে।
ইনিংসের ৩৫তম ওভারে অভিষিক্ত মোহাম্মদ শহীদের বলে আজহার আলীর ক্যাচ শুধু ফেলেই দেননি, আঙুলে ব্যথাও পান মুশফিক। কিছুক্ষণ পর মাঠের বাইরেও চলে যান তিনি। তাঁর জায়গায় উইকেটরক্ষণের দায়িত্ব পালন করেন ইমরুল কায়েস।
দ্বিতীয় দিন তাই ভীষণ দুশ্চিন্তা নিয়ে শেষ করেছে স্বাগতিকরা। বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম অবশ্য আশার কথাই শোনালেন। তিনি জানালেন, ‘এক্স-রে পরীক্ষায় হাড়ে চিড় ধরার মতো গুরুতর কিছু দেখা যায়নি। মুশফিককে ওষুধ দেওয়া হয়েছে। আঙুলে বরফ দিয়ে পরিচর্যাও করা হচ্ছে। আজ রাতে আঙুলের অবস্থা দেখেই আমরা বুঝতে পারব তৃতীয় দিন সে মাঠে নামতে পারবে কি না।’