এখন তামিম মানেই রান-ফোয়ারা!

বিশ্বকাপে ভক্তদের আশা পূরণ করতে পারেননি তামিম ইকবাল। সমালোচনার তীক্ষ্ণ তীর ধেয়ে গেছে তাঁর দিকে। সামাজিক গণমাধ্যমে হাসির রোল তুলেছে ‘ট্রোল’ নামে পরিচিত নানা হাস্যচিত্র। যে রকম একটা জনপ্রিয় ট্রোলে দেখা গেছে একজন জিজ্ঞাসা করছেন, ‘কীভাবে ম্যাগি নুডলস রান্না করবেন?’ অন্যজন জবাব দিচ্ছেন, ‘নুডলস পানিতে দিয়ে চুলায় বসাতে হবে, আর তামিম আউট হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে!’ মানে তামিম যে নুডলস রান্নার নির্ধারিত সময় পাঁচ মিনিটে আউট হয়ে যাবেন, তা নিশ্চিত! পাকিস্তানের বিপক্ষে টানা দুই ওয়ানডেতে শতক করার পর খুলনা টেস্টে দ্বিশতক করে সেসব ব্যঙ্গ-বিদ্রূপের জবাব ভালোমতোই দিলেন তামিম। এই বাঁহাতি ওপেনার এবার বলতেই পারেন, ‘আমার ব্যাটিংয়ের সময় বরং বিয়েবাড়ির রান্না করেও হাতে অঢেল সময় পাবে!’ urgentPhoto
ওয়ানডে সিরিজে ছিলেন দারুণ ধারাবাহিক। মিরপুরে ১৩২ ও অপরাজিত ১১৬ রানের দুটো চমৎকার ইনিংসের পর তৃতীয় ওয়ানডেতে করেছিলেন ৬৪ রান। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামেও তামিমের ব্যাটে রানের ফোয়ারা। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে দ্বিশতকের আনন্দে ভেসে যাওয়া তামিম পেছনে ফেলে দিয়েছেন মুশফিকুর রহিমকে। ২০১৩ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে মুশফিকের ২০০ রান এত দিন বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ছিল। খুলনায় টেস্ট অধিনায়ককে পেছনে ফেলে তামিম খেললেন ২০৬ রানের এক অসাধারণ ইনিংস। ২৭৮ বলের ইনিংসটা নির্মিত ১৭টি চার ও সাতটি বিশাল ছক্কায়। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সাতটি সেঞ্চুরির কৃতিত্বও এখন তামিমের অধিকারে। এতদিন ছয়টি সেঞ্চুরি নিয়ে মোহাম্মদ আশরাফুলের সঙ্গে কৃতিত্বটা ভাগ করতে হচ্ছিল তাঁকে।
তামিমের সামনে এখন আরেকটি অর্জনের হাতছানি। ৩০২৬ রান নিয়ে টেস্টে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান হাবিবুল বাশার। তবে এই রান করতে সাবেক অধিনায়ক বাশারকে খেলতে হয়েছিল ৫০ টেস্ট। তামিম ৩৮ টেস্ট খেলেই ৪০.১৮ গড়ে করে ফেলেছেন ২৯৭৪ রান। মিরপুরে ৫৩ রান করলেই টেস্টে বাংলাদেশর পক্ষে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন তিনি।
বিশ্বকাপ-হতাশা পেছনে ফেলে তামিম ইকবাল খান সত্যিই এখন সাফল্যে ভাস্বর!