তিনদিনেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ছিল রানের বন্যা। ব্যাটসম্যানদের দাপুটে পারফরম্যান্সে ড্র হয়ে গেছে খুলনা টেস্ট। কাছাকাছি সময়ে পৃথিবীর অন্য প্রান্তে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টে দেখা গেল ভিন্ন চিত্র। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে মাত্র তিনদিনেই শেষ হয়েছে ব্রিজটাউন টেস্ট। ভালো ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটের জয় এনে দিয়েছেন ড্যারেন ব্রাভো ও জার্মেইন ব্ল্যাকউড। তিন ম্যাচের এই টেস্ট সিরিজ ড্র হয়েছে ১-১ ব্যবধানে।
দ্বিতীয় দিনে মাত্র ৩৯ রান সংগ্রহ করতেই ৫ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। তৃতীয় দিন ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১২৩ রানে। জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য সহজেই পার পায়নি ওয়েস্ট ইন্ডিজ। ৮০ রান তুলতেই হারিয়েছিল চার উইকেট। একে একে সাজঘরে ফিরেছিলেন সাই হোপ (৯), ক্রেইগ ব্রেথওয়েট (২৫), মারলন স্যামুয়েলস (২০) ও শিবনারায়ণ চন্দরপল (০)। তবে পঞ্চম উইকেটে ১০৮ রানের লড়াকু জুটি গড়ে দলের জয় প্রায় নিশ্চিতই করে ফেলেন ব্রাভো ও ব্ল্যাকউড।
জয় থেকে মাত্র ৪ রান দূরে থাকার সময় ৮২ রান করে বেন স্টোকসের বলে আউট হন ব্রাভো। তবে ব্ল্যাকউড শেষ পর্যন্ত ৪৭ রান করে অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসেও ৮৮ বলে ৮৫ রানের ইনিংস খেলার সুবাদে ম্যাচসেরার পুরস্কার উঠেছে ব্ল্যাকউডের হাতে।