ফরাশগঞ্জ-চট্টগ্রাম আবাহনীর ম্যাচ অমীমাংসিত

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ফরাশগঞ্জ ও চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়দের বল দখলের লড়াই। ছবি : বাফুফের সৌজন্যে
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনীর ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের লড়াইটি ২-২ গোলে ড্র হয়।
ম্যাচের দ্বিতীয় মিনিটে চট্টগ্রাম আবাহনী এগিয়ে যায় ফরোয়ার্ড মোহাম্মদ হিমুর করা গোলে। অবশ্য ১৩ মিনিটে গোলটি সমতা নিয়ে আসে ফরাশগঞ্জ নাইজেরীয় স্ট্রাইকার উচে ফেলিক্সের করা গোলে।
অল্প কিছুক্ষণের মধ্যে ফরাশগঞ্জ ব্যবধান দ্বিগুণও করে ফেলে। ২৪ মিনিটে মিডফিল্ডার নাজমুল ইসলাম রাসেল পুরনো ঢাকার দলটির পক্ষে দ্বিতীয় গোলটি করেন।
এই ব্যবধান বেশ কিছুক্ষণ ধরেও রেখেছিল ফরাশগঞ্জ, কিন্তু ৭০ মিনিটে চট্টগ্রাম আবাহনীর পক্ষে হানিফ দ্বিতীয় গোল করলে শেষ পর্যন্ত অমীমাংসিতভাবেই শেষ হয় ম্যাচটি।