মিরপুরে সাকিবের হাজার রান

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং-ব্যর্থতার মধ্যে একমাত্র ঔজ্জ্বল্য ছড়িয়েছে সাকিব আল হাসানের ব্যাট। মাত্র ১১ রানের জন্য চতুর্থ টেস্ট সেঞ্চুরির দেখা পাননি। তবে একটা কীর্তি ঠিকই গড়েছেন এ সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে একটি ভেন্যুতে হাজার রান করার কীর্তি গড়েছেন সাকিব। শুক্রবার কীর্তিটার জন্ম মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।
মিরপুরে এটা সাকিবের ত্রয়োদশ টেস্ট। এই ১৩ টেস্টে ২৪ ইনিংসে ব্যাট করে ৪৭.৫০ গড়ে ১,০৪৫ রান করেছেন তিনি। টেস্ট র্যাংকিংয়ের এক নম্বর অলরাউন্ডারের এই মাঠে একটি শতক আর সাতটি অর্ধশতক আছে।
শেরেবাংলা স্টেডিয়ামে আরেকটি কীর্তির সামনে দাঁড়িয়ে সাকিব। আর ছয় উইকেট নিতে পারলে টেস্ট ক্রিকেটে এক ভেন্যুতে ৫০ উইকেট নেওয়া প্রথম বাংলাদেশি বোলার হবেন তিনি। ওয়ানডেতে সাকিব অবশ্য অনেক আগেই এই কীর্তি গড়েছেন। মিরপুরে ৬২ ওয়ানডে খেলে ১,৮৬৩ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ৮৬টি। এই ভেন্যুতে রান-উইকেট দুটোতেই সবার চেয়ে এগিয়ে আছেন সাকিব।
টেস্টে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনের। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ২৭ টেস্টে ৪২ ইনিংস খেলে ১১টি শতক ও ৯টি অর্ধশতকসহ ৭৪.৮৯ গড়ে ২,৯২১ রান করেছেন তিনি।