আশা হারাচ্ছেন না আনচেলত্তি

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের বিপক্ষে ২-১ গোলে হারের পর আবার একটা বড় হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি মিসের খেসারত দিয়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে খোয়ালো দুটি পয়েন্ট। ফলে স্প্যানিশ লিগেও ফিকে হয়ে গেছে তাদের শিরোপা জয়ের স্বপ্ন। এত এত হতাশার মধ্যেও অবশ্য আশা হারাচ্ছেন না কোচ কার্লো আনচেলত্তি।
লা লিগায় ৩৬ ম্যাচ শেষে রিয়ালের চেয়ে চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে শিরোপার অনেক কাছাকাছি চলে গেছে বার্সেলোনা। মৌসুমের বাকি আছে আর মাত্র দুটি ম্যাচ। এদিকে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের বিপক্ষে ২-১ গোলে হেরে বেশ চাপের মুখে পড়েছে গতবারের শিরোপাজয়ীরা। সময়টা খারাপ গেলেও সবাই যেন মাথা ঠাণ্ডা রাখে, এমনটাই প্রত্যাশা করছেন কোচ আনচেলত্তি। শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমাদের ইতিবাচক থাকতে হবে। এই ম্যাচে কেমন খেলেছি সেটার মূল্যায়ন করতে হবে। ছোট কিছু ভুলই এখন আমাদের অনেক ভোগাচ্ছে। কিন্তু আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। এই আত্মবিশ্বাস থাকতে হবে যে আমরা ঘুরে দাঁড়াতে পারি।’
কোপা ডেল রের লড়াই থেকে আগেই ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার শিরোপাও হয়ে পড়েছে অনেকখানি অনিশ্চিত। কাজটা যে কঠিন সেটা অবশ্য স্বীকার করে নিয়েছেন আনচেলত্তি, ‘আর মাত্র দুটি ম্যাচ বাকি আছে। সেগুলো আমাদের জিততে হবে। কিন্তু লিগ শিরোপা জয়ের কাজটা অবশ্যই অনেক কঠিন হয়ে গেছে।’
আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে জুভেন্টাসের মুখোমুখি হবে রিয়াল। প্রথম লেগে ২-১ গোলে হারের পর দ্বিতীয় লেগে জিততেই হবে লস ব্লাঙ্কোসদের। আর এই ম্যাচটা নিজেদের মাঠে হবে বলে বাড়তি শক্তি পাচ্ছেন রিয়ালের খেলোয়াড়রা। রিয়ালের স্প্যানিশ ডিফেন্ডার দানি কারভাহাল যেমনটা বলেছেন, ‘বার্নাব্যু স্টেডিয়াম হবে আমাদের দ্বাদশ খেলোয়াড়।’